ঢাকা ১৯ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
কাভার্ডভ্যান চুরি করে টুকরো টুকরো করে বিক্রি, গ্রেফতার ৩ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ আফগানিস্তানে এবার ৫.৮ মাত্রার ভূমিকম্প, কাঁপলো ভারতও ঘুষ চাইলে অভিযোগ করা যাবে ২ মন্ত্রণালয়ে আশুলিয়ায় ৪ বছরের শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার ভোলায় মে‌ডি‌কেল ক‌লেজসহ ৫ দফা দাবী‌তে মানববন্ধন ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর দেশের ইতিহাসে এবারের নির্বাচন সর্বোত্তম হবে: প্রধান উপদেষ্টা কাল সারা দেশে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশের ঘোষণা

আতালান্তার বিপক্ষে ড্র করেছে ম্যান ইউ

#

স্পোর্টস ডেস্ক

০৩ নভেম্বর, ২০২১,  10:59 AM

news image

একজন ফুটবল কিংবদন্তি, কারণটা সবার জানা, গত ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে পরাজিত করে কিছুটা স্বস্তি পেয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরান রোনালদো। মূল্যবান ড্র নিয়ে প্রতিপক্ষের মাঠ থেকে ফেরেন ওলে গানার শোলজার শিষ্যরা। ঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ‘এফ’ গ্রুপের ম্যাচটিতে আতালান্তার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ম্যান ইউ। দুই অর্ধের ইনজুরি টাইমে গোল করে কোনোক্রমে আটালান্টার বিরুদ্ধে ইউনাইটেডকে ড্র এনে দিয়েছেন রোনালদো। ফলে হারের হাত থেকে রক্ষা পায় ম্যানইউ। ১২ মিনিটে জসিপ ইলিসিচের গোলে লিড নেয় স্বাগতিকরা। হ্যারি ম্যাগুয়ারের খারাপ ফর্ম, পল পোগবার মিডফিল্ডে ম্যাচ নিয়ন্ত্রণে ব্যর্থতা, এগুলো প্রথমবার ঘটেনি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রোনালদোই গোল শোধ দিয়েছিলেন ম্যানইউর হয়ে। বল দখলের লড়াই, গোলমুখে শট, সব দিক থেকেই সমানে সমান লড়াই চলে। তবে স্কোরলাইনে অধিকাংশ সময়ই এগিয়ে ছিল স্বাগতিকরা। ম্যাচের চতুর্থ মিনিটেই গোল পেয়ে যেতে পারত ইউনাইটেড। মিডফিল্ডার স্কট ম্যাকটমিনের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পাল্টে পোস্টে লাগে। প্রখমার্ধ ম্যাচ ১-১ হলেও আটালান্টার আক্রমণের বিরুদ্ধে বরাবরই অগোছালো দেখাচ্ছিল ইউনাইটেডকে।দ্বিতীয়ার্ধও কিছুটা একরকমই বলা যায়। পুরো দায়টা অবশ্য গোলরক্ষক ডেভিড ডি গিয়ারের। ইলিচিচের নিচু শট আয়ত্ত্বের মধ্যে থাকলেও ঝাঁপিয়ে ধরতে গিয়ে তালগোল পাকান তিনি। পিছিয়ে পড়ে ইউনাইটেড। ম্যান ইউর দুটোই এসেছে রোনালদোর পা থেকে। রেড ডেভিলসের হয়ে শেষ গোলটা করেন রোনালদোই। তবে রোনালদো দলে থাকলে যেকোনো দলেরই ম্যাচ শেষ হওয়ার আগে পর্যন্ত আশা বজায় থাকে। ম্যাচ যখন শেষের দিকে। উল্লাসে মাতার অপেক্ষায় আতালান্তার খেলোয়াড়-সমর্থকরা। ঠিক তখনই সবাইকে স্তব্ধ করে দেন রোনালদো। ডি-বক্সের মধ্যে থেকে জোরালো কোনাকুনি ভলিতে দলকে উল্লাসে ভাসান পর্তুগিজ তারকা। খেলা শেষ হয় ২-২ দিয়ে। সাত পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ 'এফ'-র শীর্ষে রইল রেড ডেভিলসরা। আটালান্টা পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম