ঢাকা ২২ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
বামনার যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান ভারতে পালিয়ে থাকা হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ফ্যাসিবাদের অন্ধকার পেরিয়েছি, শঙ্কা কাটেনি: রিজভী জকসু নির্বাচনে শিবিরের ২১ দফা ইশতেহার ভারতে এক শ্রমিককে ‘বাংলাদেশি ভেবে’ পিটিয়ে হত্যার অভিযোগ বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগুনে পুড়িয়ে মারা ও প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক: জামায়াত আমির

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

#

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০২৫,  10:55 AM

news image

রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে আজ শনিবার (২০ ডিসেম্বর) সিলেট ও রংপুর নগরীর বিভিন্ন এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ বিদ্যুৎ বিভ্রাট চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে জানান, ট্রান্সফরমার সংরক্ষণ ও মেরামত, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এ বিষয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই সংশ্লিষ্ট এলাকাগুলোতে মাইকিং করা হয়।

সিলেটে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীন জল্লারপাড়, কিনব্রিজ, নবাব রোড, লালাদিঘীরপাড়, ঘাসিটুলা, পুলিশ লাইন, সার্কিট হাউজ, কলাপাডা, ভাতালিয়া ফিডারের সিজিএম কোর্ট, বাংলাদেশ ব্যাংক, সিলেট বেতার, সাগর দিঘীরপাড়, দাড়িয়াপাড়া, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, সরষপুর গলি, মদনমোহন কলেজ, লামাবাজার, মাছুদিঘীরপাড়, রামেরদিঘীরপাড়, তালতলা, তেলিহাওর, শেখঘাট, শুভেচ্ছা আবাসিক এলাকা, পশ্চিম কাজিরবাজার, জিতু মিয়ার পয়েন্ট, কুয়ারপাড়, বিলপাড়, ইঙ্গুলাল রোড, নবীন আবাসিক এলাকা, ভাঙাটিকর ও শামীমাবাদসহ আশপাশের এলাকা।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রংপুর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. মকছেদুল ইসলাম জানান, ১১ কেভি শাপলা ও আবহাওয়া ফিডারের আওতাধীন লাইনে গাছের শাখা-প্রশাখা কর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রংপুরে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

চন্দ্রার মোড়, চারতলা মোড়, শাপলা তেলের পাম্প, চামড়া পট্টি, গ্র্যান্ড হোটেল মোড়ের রাস্তার দুই পাশ, প্রেস ক্লাব গলি, জাহাজ কোম্পানি মোড় থেকে দেওয়ান বাড়ি ট্রান্সফরমার এলাকা, শাহ আমানত শপিং কমপ্লেক্স, আগমনী কাউন্টার ও আদর্শ স্কুল মোড় সংলগ্ন এলাকা।

আবহাওয়া অফিস এলাকা, চারতলা মোড়, বীকন মোড়, বউ বাজার, আলমগীর মসজিদ, করণজাই রোড, সেনপাড়া, এরশাদের বাসার দক্ষিণ রোড, মুলাটোল হকের গলি ও রতন স্পোর্টিং ক্লাব সংলগ্ন এলাকা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে নগরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম