ঢাকা ১২ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার কথিত সাংবাদিক নিজাম উদ্দিন হারুনের বিরুদ্ধে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে : তারেক রহমান হাদিকে নেওয়া হলো এভারকেয়ারে বাড্ডায় চলন্ত বাসে আগুন গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪১১ আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী আয়েশা ৩ দিনের রিমান্ডে

আগারগাঁও-কল্যাণপুরে খাল ডিএনসিসির পরিষ্কার অভিযান

#

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২৫,  11:32 AM

news image

আগারগাঁও ও কল্যাণপুর ‘চ’ খাল খনন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। জলাবদ্ধতা নিরসন ও পানি প্রবাহ ঠিক করতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়া কর্মীরা জানান, ডিএনসিসি কর্মীরা নিয়মিত বিভিন্ন এলাকায় খাল পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে আজ (রোববার) আগারগাঁও ও কল্যাণপুর ‘চ’ খাল খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সংস্থার প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এসব কাজ পরিচালনা করছি। এদিকে শহরের সৌন্দর্য রক্ষায় ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণে অভিযানে নামছে ডিএনসিসি। রবিবার (২১ সেপ্টেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। এতে বলা হয়, ডিএনসিসি প্রশাসকের নির্দেশে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে ডিএনসিসির সব অঞ্চলে (মোট ১০টি অঞ্চল) একযোগে অবৈধ ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ কার্যক্রম শুরু হবে।  অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আনসার সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে। এতে আরও বলা হয়, অবৈধভাবে লাগানো ব্যানার, ফেস্টুন ও পোস্টারগুলো স্বেচ্ছায় সরিয়ে নেওয়া জন্য সবাইকে অনুরোধ করা হলো। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এগুলো সরিয়ে নেওয়া হবে। অভিযানে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ নিজেও উপস্থিত থাকবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম