ঢাকা ১৬ এপ্রিল, ২০২৪
সংবাদ শিরোনাম
উপজেলা নির্বাচনে প্রশাসনের হস্তক্ষেপ থাকবে না: কাদের প্রতি লিটারে ১০ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম পণ্যের দাম ঠিক রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী মার্চে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০ আইপিএল: ছুটি বাড়ল মোস্তাফিজের বিরাজমান তাপপ্রবাহ নিয়ে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস শ্রম আইন লঙ্ঘনের মামলায় জামিন পেলেন ড. ইউনূস ‘আমার কি নিজের কোনও যোগ্যতা নেই’ ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ১৪ চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু

আগামী দুই মাস রাতে ৫ ঘণ্টা বিমানবন্দরের রানওয়ে বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি, ২০২৩,  2:03 PM

news image

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাইটিং ব্যবস্থার সংস্কার কাজের জন্য দুই মাস রাত ২টা থেকে থেকে সকাল ৭টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে। ২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে ৩ এপ্রিল পর্যন্ত উল্লেখিত সময়ে বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের এটিএম বিভাগের নোটিশে বলা হয়, রাতে ৫ ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ থাকায় সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা এবং রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ফ্লাইটের চাপ বেশি থাকতে পারে। তবে যাত্রীদের যাত্রা সুগম ও নিরবচ্ছিন্ন করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিকল্পনা গ্রহণ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি বলেন, সাধারণত এ সময়ে কুয়াশা বেশি থাকার কারণে ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়। তাই লাইটিং ব্যবস্থা সংস্কার কাজের ওই সময়টিকে বেছে নেওয়া হয়েছে। কামরুল ইসলাম বলেন, এ সময়ে সাধারণত সাত-আটটি ফ্লাইট চলাচল করে থাকে। কিন্তু দুই মাসের জন্য ওই সময়ের ফ্লাইটগুলোকে দিনের অন্যান্য সময়ে স্থানান্তর করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম