ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান হলেন গাঙ্গুলি

#

স্পোর্টস ডেস্ক

১৭ নভেম্বর, ২০২১,  3:24 PM

news image

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি আইসিসি পুরুষদের ক্রিকেট কমিটির নবনিযুক্ত চেয়ারম্যান হলেন। তিনবার তিন বছরের মেয়াদে কাজ করার পর বিদায়ী অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। কুম্বলের ৯ বছর মেয়াদ শেষে বুধবার (১৭ নভেম্বর) গাঙ্গুলিকে নিয়োগের ঘোষণা দেয় আইসিসি। দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভা শেষে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সঙ্গে আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখলের পর দেশটির ক্রিকেট বোর্ড ও ক্রিকেটীয় অবস্থা পর্যবেক্ষণের জন্য একটি কার্যনির্বাহী গ্রুপ নিয়োগ দিয়েছে বিশ্ব ক্রিকেট সংস্থা। গাঙ্গুলিকে স্বাগত জানিয়ে আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, ‘আইসিসি পুরুষদের ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে সৌরভকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং পরে একজন প্রশাসক হিসেবে তার অভিজ্ঞতা আমাদের ক্রিকেটীয় সিদ্ধান্ত প্রণয়নে দারুণ সহায়তা করবে। আমি অনিলকেও ধন্যবাদ দিতে চাই গত ৯ বছর ধরে ডিআরএসের আরো নিয়মিত ও ধারাবাহিক প্রয়োগের মাধ্যমে আন্তর্জাতিক খেলার উন্নতি করা এবং সন্দেহজনক বোলিং অ্যাকশনের সমাধানের জন্য একটি শক্তিশালী প্রক্রিয়াসহ বিভিন্ন কাজে অসাধারণ নেতৃত্ব দেওয়ায়।’ ১৯৯২ থেকে ২০০৮ সাল পর্যন্ত মাঠ দাপিয়ে বেড়ানো গাঙ্গুলি ভারতের অন্যতম সফল অধিনায়ক ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ৭ বছর পর ২০১৫ সালে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হন। ২০১৯ সালের অক্টোবরে এই দায়িত্ব ছেড়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান হন ৪৯ বছর বয়সী সাবেক ব্যাটসম্যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম