ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
একটি বড় পরিবর্তনের পর সবকিছু একদিনে ঠিক হবে না: ফারুকী ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রংপুর এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ২ দিনের রিমান্ড মঞ্জুর ‘‌আমার নামে মামলা আছে, জানতাম না’ অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীনকে সিইসি নিয়োগ ‘সাংবাদিক’ পরিচয়ে তিশার আপত্তিকর ভিডিও ধারণ আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শেখ সাজ্জাত আলী সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

আইপিএলের মেগা নিলামে বাংলাদেশের ১৩ ক্রিকেটার

#

স্পোর্টস ডেস্ক

০৬ নভেম্বর, ২০২৪,  11:07 AM

news image

আগামী আইপিএলের মেগা নিলামের অংশ হতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১৩ ক্রিকেটার। সৌদি আরবের জেদ্দায় আগামী ২৪ ও ২৫ নভেম্বর হবে নিলাম। আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন মোট এক হাজার ৫৭৪ ক্রিকেটার। এর মধ্যে ভারতীয় ক্রিকেটার এক হাজার ১৬৫ জন, বিদেশি ৪০৯ জন। প্রাথমিক তালিকায় থাকা কারও নাম এখনও প্রকাশ করা হয়নি। নাম নিবন্ধন করা সবাইকে নিলামে রাখা হবে না। ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদার কথা জেনে পরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটারের স্কোয়াড গড়তে পারবে। এর মধ্যে গত আসর থেকে ১০ ফ্র্যাঞ্চাইজি ধরে রেখেছে ৪৬ ক্রিকেটার। অর্থাৎ নিলাম থেকে দল পাবেন কেবল ২০৪ জন। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৯১ জন নাম নিবন্ধন করেছেন দক্ষিণ আফ্রিকা থেকে, অস্ট্রেলিয়ার ৭৬ জন। এছাড়া ইংল্যান্ডের আছেন ৫২ জন, নিউ জিল্যান্ডের ৩৯ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৩ জন, আফগানিস্তান ও শ্রীলঙ্কার ২৯ জন করে। এমনকি নেদারল্যান্ডসের ১২, যুক্তরাষ্ট্রের ১০, কানাডার ৪, সংযুক্ত আরব আমিরাত ও ইতালি থেকে ১ জন করে ক্রিকেটার আছেন তালিকায়। টানা দ্বিতীয়বারের মতো আইপিএলের নিলাম হবে ভারতের বাইরে। গত আসরের নিলাম হয়েছিল দুবাইয়ে। এবার ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার শেষ সময় ছিল গত ৩১ অক্টোবর। সর্বোচ্চ ২৩ কোটি রুপিতে দক্ষিণ আফ্রিকার কিপার-ব্যাটসম্যান হাইনরিখ ক্লসেনকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ২১ কোটি রুপিতে ভিরাট কোহলিকে ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, নিকোলাস পুরানকে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস। কলকাতা নাইট রাইডার্সের গতবারের শিরোপা জয়ী অধিনায়ক শ্রেয়াস আইয়ারসহ, রিশাভ পান্ত, লোকেশ রাহুল, ইশান কিষান, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, ফাফ দু প্লেসি, জস বাটলার, মিচেল স্টার্ক, ডেভিড মিলারের মতো ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তারা উঠতে পারেন নিলামে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম