ঢাকা ২৩ এপ্রিল, ২০২৪
সংবাদ শিরোনাম
পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন দাবদাহে স্বাস্থ্য অধিদপ্তরের ৪ নির্দেশনা দেশের বাজারে স্বর্ণের দাম ৩ হাজার ১৩৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট পদ্মায় গোসলে নেমে ৩ কিশোর নিখোঁজ বান্দরবানের তিন উপজেলায় নির্বাচন স্থগিত মামলা লড়তে আইনজীবী নিয়োগ দিলেন বেনজীর আহমেদ রাজধানীর গুলিস্তানে হিটস্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু কাতার-বাংলাদেশ ১০ চুক্তি-সমঝোতা সই শায়খ আহমাদুল্লাহর ইমামতিতে বৃষ্টির জন্য নামাজ

অ্যামাজনে আরও ১৮ হাজার কর্মী ছাঁটাই

#

আইটি ডেস্ক

০৫ জানুয়ারি, ২০২৩,  11:02 AM

news image

অনিশ্চিত অর্থনীতির দোহাই দিয়ে বুধবার ১৮ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে অ্যামাজন। অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি বলেন, আমরা জানি ছাঁটাই হওয়া কর্মীদের জীবন কতটা কঠিন হয়ে যায়। আমরাও বিষয়টি হালকাভাবে নিচ্ছি না। করোনাকালে চাহিদা সামলাতে দ্রুত প্রচুর কর্মী নিয়োগ করেছিল অ্যামাজন। এর আগে নভেম্বরে তারা ১০ হাজার কর্মী ছাঁটাই করে। এবার করছে ১৮ হাজার। অ্যামাজনের সিইও বলেন, নভেম্বরের পর এবার আমরা আরও ১৮ হাজার কর্মীকে ছাঁটাই করছি। প্রতিটি কর্মীকে আমরা প্যাকেজ দিচ্ছি। সেপারেশন পেমেন্ট যেমন করা হবে, তেমনই তারা যাতে স্বাস্থ্যবিমার সুযোগ পান, সেটাও দেখা হবে। অন্য চাকরি পাওয়ার ক্ষেত্রেও তাদের সাহায্য করা হবে। জেসি জানান, ১৮ জানুয়ারি থেকে ছাঁটাই শুরু হবে। এরমধ্যে ইউরোপে কিছু ছাঁটাই হবে। তিনি জানিয়েছেন, তাদের এক সহযোগী খবরটা ফাঁস করে দেওয়ায় তারা হঠাৎ এই ঘোষণা করতে বাধ্য হচ্ছেন। জেসি বলেন, অতীতেও অ্যামাজন অনিশ্চিত অর্থনীতির চ্যালেঞ্জ অতিক্রম করেছে। এবারও করবে। অ্যামাজন ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রচুর কর্মী নিয়োগ করেছিল। বিশ্বজুড়ে তাদের কর্মীর সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। গত সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, অ্যামাজনের কর্মী সংখ্যা ছিল ১৫ লাখ ৪০ হাজার। এরমধ্যে উৎসবের সময় কয়েকমাসের জন্য যে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হয়, তা ধরা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম