ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
বৃষ্টি আরও কত দিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ঢামেকে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী মুখোমুখি ভারত-পাকিস্তান: পরিসংখ্যানে এগিয়ে কে ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর রহমান ও তার স্ত্রী রিমান্ডে ‘ডাকসু-জাকসুতে জালিয়াতি করে নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে কর্তৃপক্ষ’ ১২১ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন মেক্সিকোর ইউকাতানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ অনলাইন জুয়া-প্রতারণা বন্ধে আরও কঠোর হচ্ছে সরকার শাহ আমানত বিমানবন্দরে রেকর্ড রাজস্ব আয় মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা

অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, দুই ছিনতাইকারী জীবিত নেই

#

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২৫,  10:55 AM

news image

রাজধানীর মোহাম্মদপুরে এক পথচারীর গতিরোধ করে চার যুবক রামদা দিয়ে কোপ দেওয়ার ভয় দেখিয়ে কাঁধের ব্যাগ, মানিব্যাগ, মোবাইল ও হাতে থাকা কম্পিউটারের কিবোর্ড ছিনিয়ে নেয়। ওই চার যুবকের মধ্যে দুইজন গণপিটুনিতে নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গত সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, নীল রঙের গেঞ্জি ও কালো প্যান্ট পরিহিত, মুখে সাদা মাস্ক পরা এক পথচারীর গতিরোধ করে চার যুবক। তাদের মধ্যে দুজনের হাতে ছিল রামদা, দুজনের মুখ ঢাকা, একজন কাপড় দিয়ে মুখ বেঁধেছিল আর অন্যজনের মুখ খোলা ছিল। এসময় তারা পথচারীকে কোপ দেওয়ার হুমকি দিয়ে তার কাঁধের ব্যাগ, মোবাইল, মানিব্যাগ ও হাতে থাকা কিবোর্ড ছিনিয়ে নেয়। চলে যাওয়ার সময় ভুক্তভোগীকে রামদা দিয়ে আঘাত করতেও দেখা যায়। এ বিষয়ে শনিবার (১৩ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বাংলানিউজকে বলেন, ঘটনার পর এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। তিনি আরও জানান, ওই ঘটনার সঙ্গে জড়িত চার যুবকের মধ্যে দুইজন গণপিটুনিতে নিহত হয়েছে। একজন বর্তমানে পলাতক এবং আরেকজন অন্য একটি ছিনতাই মামলায় চিকিৎসা শেষে কারাগারে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম