ঢাকা ৩০ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, দুই বিদেশি পর্যটকসহ নিহত ৩

#

০৮ জানুয়ারি, ২০২৫,  10:50 AM

news image

অস্ট্রেলিয়ায় একটি সমুদ্রবিমান বিধ্বস্ত হয়ে দুই বিদেশি পর্যটকসহ ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪ টার দিকে  জনপ্রিয় পর্যটন কেন্দ্র রটনেস্ট দ্বীপের উপকূলে বিমানটি  বিধ্বস্ত হয়। বুধবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বিকেলে থমসন উপসাগরে উড্ডয়নের পরপরই বিমানটি পানিতে তলিয়ে যায়, এতে সাতজন আরোহী ছিলেন। বুধবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রজার কুক বলেন, গত রাতে পুলিশের ডুবুরিরা ধ্বংসস্তূপ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। তাদের মধ্যে একজন ৬৫ বছর বয়সী মহিলা, যিনি সুইস পর্যটক, আরেকজন ৬০ বছর বয়সী ডেনমার্কের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। বিমানটির ৩৪ বছর বয়সী পাইলটও মারা গেছেন। রজার কুক বলেন, নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা।  এটা মেনে নেওয়া নিঃসন্দেহে প্রত্যেকের জন্য  খুবই কঠিন। পশ্চিম অস্ট্রেলিয়ার পক্ষ থেকে, আমি জানাতে চাই যে, আমাদের চিন্তায় এবং আমাদের প্রার্থনায় আপনারা আছেন। তিনি বলেন, প্রত্যেক পশ্চিম অস্ট্রেলিয়ান জানে যে, রটনেস্ট আমাদের প্রধান পর্যটন গন্তব্য। এই দুর্ঘটনাটি দ্বীপে ছুটি কাটাতে থাকা শিশুসহ হলিডেমেকার পরিবারগুলোর সামনেই ঘটেছে। যেখানে মানুষ আনন্দ করে, সেখানে বছরের এই সময়ে এ ধরনের ঘটনা খুবই হতাশাজনক। প্রাদেশিক পুলিশ কমিশনার কর্নেল ব্লাঞ্চ বলেছেন, কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম