অভিনেতা ইউসুফ হুসেইন আর নেই
বিনোদন ডেস্ক
৩০ অক্টোবর, ২০২১, 12:19 PM
বিনোদন ডেস্ক
৩০ অক্টোবর, ২০২১, 12:19 PM
অভিনেতা ইউসুফ হুসেইন আর নেই
ভারতের বর্ষীয়ান অভিনেতা ইউসুফ হুসেইন মারা গেছেন। গতকাল শুক্রবার মারা যান তিনি। পরিচালক হংসল মেহতা টুইটারে এক বার্তায় এ খবর নিশ্চিত করেছেন। আজ ভোর ৩টা ৫৬ মিনিটে টুইট বার্তায় ইউসুফ হুসেইনের মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর জামাতা পরিচালক হংসল মেহতা। বলিউড বাবলের খবর, ইউসুফ হুসেইন ধুম টু, দিল চাহতা হ্যায় ও বিবাহসহ বেশ কিছু হিন্দি সিনেমায় কাজ করেছেন। পরিচালক হংসল মেহতার শ্বশুর তিনি। টুইটারে হংসল মেহতা লিখেছেন, ইউসুফ হুসেইন শুধু শ্বশুর ছিলেন না, বাবাও ছিলেন। শহিদ সিনেমায় তিনি যথেষ্ট সাহায্য করেছিলেন মেহতাকে। ইউসুফ খানের মৃত্যুতে মনোজ বাজপেয়ি, পূজা ভাটসহ অনেকে শোক প্রকাশ করেছেন সামাজিক পাতায়। চলচ্চিত্রে ইউসুফ হুসেইনের দীর্ঘ যাত্রা। তিনি দিল চাহতা হ্যায়, রাজ, হাজারোঁ খোয়াইসিন অ্যায়সি, ধুম, শহিদ, ওএমজি : ওহ মাই গড, কৃষ থ্রি, রইস, দাবাং থ্রি, জালেবিসহ বেশ কিছু বলিউডি সিনেমায় অভিনয় করেছেন।