ঢাকা ৩০ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

অবৈধ অভিবাসীদের তাড়াতে সামরিক বাহিনীর ব্যবহার করবেন ট্রাম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ নভেম্বর, ২০২৪,  10:29 AM

news image

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই দেশটিতে অবস্থান করা অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার পরিকল্পনার কথা জানিয়েছেন। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, অবৈধ অভিবাসন ঠেকাতে সীমান্ত নিরাপত্তা নিয়ে জাতীয় জরুরি অবস্থা জারি করার পরিকল্পনা রয়েছে তার। এ কাজে প্রয়োজনে সামরিক বাহিনীও ব্যবহার করা হবে। মেক্সিকো সীমান্ত দিয়ে রেকর্ডসংখ্যক অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করায় ট্রাম্প দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ। প্রথম মেয়াদে তিনি সীমান্তে প্রাচীর নির্মাণ শুরু করেছিলেন। এটার লক্ষ্য ছিল অভিবাসন প্রবাহ নিয়ন্ত্রণ করা। এবারের নির্বাচনে ট্রাম্পের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসীমুক্ত করা। ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একজন রক্ষণশীল অধিকারকর্মী লেখেন, ‘বাইডেনের কারণে অভিবাসন নিয়ন্ত্রণের প্রকল্পটি বাধাগ্রস্ত হয়েছে। ট্রাম্প এই প্রকল্প আবার চালু করতে জাতীয় জরুরি অবস্থা জারি এবং সামরিক সরঞ্জাম ব্যবহারের প্রস্তুতি নিচ্ছেন।’ এ পোস্টটি পরে শেয়ার করে ট্রাম্প মন্তব্য করেন, ‘সত্যি।’ ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসে শপথ গ্রহণ করবেন। তার আগেই নতুন প্রশাসন সাজানোর কাজে মনোযোগ দিয়েছেন তিনি। অভিবাসন বিষয়ে কট্টরপন্থী টম হোম্যানকে সীমান্ত নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। সরকারি তথ্যানুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী বসবাস করছে। ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা অন্তত ২ কোটি পরিবারের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম