ঢাকা ০৮ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সাংবাদিক শওকত মাহমুদ আটক জাতীয় নির্বাচনের দিন সাধারণ ছুটি ফের বেড়ে গেল মূল্যস্ফীতি চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক আইএল টি-টোয়েন্টির অভিষেকে মোস্তাফিজ ঝলক গাজায় বাস্তবে এখনো যুদ্ধবিরতি হয়নি : কাতারের প্রধানমন্ত্রী ৫ হাজার নৌ সদস্য জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত: নৌবাহিনী প্রধান ফুলবাড়ী কয়লাখনি ইস্যুতে নিজের অবস্থান জানালেন প্রেস সচিব

অবশেষে গেরো খুলতে পেরে উচ্ছ্বাস মেসির

#

স্পোর্টস ডেস্ক

২১ নভেম্বর, ২০২১,  2:23 PM

news image

প্যারিসে পা রেখেছেন বেশ কয়েক মাস হয়ে গেল। তবে, ফরাসি লিগে এতদিন গোলশূন্য ছিলেন পিএসজি তারকা লিওনেল মেসি। অবশেষে নিজের প্রথম গোলের দেখা পেলেন আর্জেন্টাইন তারকা। লিগ ওয়ানে প্যারিসের হয়ে গোল করে দারুণ উচ্ছ্বাসিত রেকর্ড ছয় বারের বর্ষসেরা ফুটবলার। নিজেদের মাঠে গতকাল শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচটিতে নঁতের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে পিএসজি। কিলিয়ান এমবাপের গোলে শুরুতেই এগিয়ে যায় প্যারিসের ক্লাবটি। কিন্তু, দ্বিতীয়ার্ধে সমতা টানেন কোলো মুয়ানি। অবশ্য অতিথিরা সমতা টানার অল্প কিছুক্ষণ পর তাদের আত্মঘাতী গোলে আবারও এগিয়ে যায় পিএসজি।

শেষ দিকে গোল করে বড় জয় নিশ্চিত করেন মেসি। গত আগস্টে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখান মেসি। কিন্তু, ফরাসি লিগে গোল পেতে তাঁর এত দিন লেগে গেল। তাই তো কাল ম্যাচের পর গোল করার আনন্দ ফুটে উঠল মেসির মুখে। নিজের ষষ্ঠ ম্যাচে এসে পিএসজির জার্সিতে লিগে প্রথম গোল পেলেন আর্জেন্টাইন তারকা। আমাজন প্রাইমে ম্যাচ শেষের সাক্ষাৎকারে মেসির কথা, ‘আমি খুশি। আমরা গোলের অনেক সুযোগ পেয়েছি, কিন্তু ওদের গোলকিপার দারুণ দক্ষতায় কয়েকটি গোল বাঁচিয়েছে। কিন্তু, আমরা জয় না পাওয়ার ভয় করিনি, শেষ পর্যন্ত জিতেছি। প্রথম গোলটা করতে পেরে ভালো লাগছে। তা-ও পার্ক দে প্রিন্সেসে, আমাদের সমর্থকদের সামনে। অবশ্য চ্যাম্পিয়নস লিগে গোল পেয়েছি আমি, তবে লিগে গোল করতে উন্মুখ ছিলাম। মেসি গোল পাওয়ায় খুশি পিএসজি কোচ পচেত্তিনোও। তিনি বলেন, ‘হ্যাঁ, এটা (মেসির গোল পাওয়া) গুরুত্বপূর্ণ ছিল। তবে, ম্যাচে আমাদের আরও গোল পাওয়া উচিত ছিল। (নাভাসের লাল কার্ডের পর) খেলোয়াড়েরা নিজেদের দৃঢ়তা দেখিয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম