ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
চীনে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গণ বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী গ্রেপ্তার ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ইসির নতুন আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি খেলাপি ঋণ আদায়ে আইনের পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়েছে তিতাসে ট্রলি উল্টে নদীতে পড়ে একই পরিবারের ৩ নারী নিহত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, লন্ডনে নেয়া হবে খালেদা জিয়াকে হজ অত্যাধুনিক করতে সৌদি সরকারের নতুন ২ উদ্যোগ পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৭১ হাজার প্রবাসীর নিবন্ধন জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

অবশেষে অব্যাহতি কুয়েট ভিসি-প্রোভিসিকে

#

২৬ এপ্রিল, ২০২৫,  10:47 AM

news image

গোপনে দপ্তর বদলেছেন ভিসি অনুসারীরা

সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য (ভিসি) মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য (প্রো-ভিসি) শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ধারা ১০(২) অনুযায়ী উপাচার্য পদে নিয়োগকৃত অধ্যাপক মুহাম্মদ মাছুদের উপাচার্য পদের আদেশ প্রত্যাহার করা হয়েছে। এ পদ থেকে অব্যাহতি দেওয়ার কথাও জানানো হয়।

একইভাবে বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ধারা ১২(২) অনুযায়ী অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে উপ-উপাচার্যের পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। তাঁরা দুজনেই নিজ বিভাগে অধ্যাপক হিসেবে ফিরে যাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ভিসিকে অব্যাহতির প্রক্রিয়া শুরুর বিষয়টি জানাজানি হওয়ার পর গত দুই দিনে গোপনে তার অনুসারীদের দপ্তর বদলে সুবিধাজনক স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এরই মধ্যে চারজন কর্মকর্তা ও ১১ জন কর্মচারীকে ‘পেছনের তারিখ’ দিয়ে ভিসির নির্দেশক্রমে অন্য দপ্তরে বদলির অফিস আদেশে রেজিস্ট্রার মো. আনিছুর রহমান স্বাক্ষর করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকর্তা-কর্মচারির মাধ্যমে ভিসিকে রক্ষায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিরুদ্ধে পাল্টা আন্দোলন কর্মসূচি দেওয়া হয় বলে অভিযোগ।

জানা যায়, গত ২২ এপ্রিল তারিখে স্বাক্ষর করা অফিস আদেশে চার কর্মকর্তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মনিরুজ্জামানকে এমইআরসি দপ্তরে, জনসংযোগ বিভাগের সেকশন অফিসার শাহেদুজ্জামান শেখকে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে, রেজিস্ট্রার দপ্তরে শিক্ষা শাখা সেকশন অফিসার আজিজুর রহমানকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেকশন অফিসার সেখ হাফিজুর রহমানকে রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা শাখায় বদলি করা হয়।

এ ছাড়া ২৩ এপ্রিল তারিখে স্বাক্ষর করা আলাদা অফিস আদেশে কর্মচারী সিনিয়র নিরাপত্তা গার্ড মো. আবুল হোসেনকে বিইসিএম দপ্তরে, সিনিয়র নিরাপত্তা গার্ড আতাউর রহমানকে মেডিকেল সেন্টারে, সিনিয়র নিরাপত্তা গার্ড মো. মনির হোসনকে পরিচালক (ছাত্রকল্যাণ) এর দপ্তরে, নিরাপত্তা গার্ড বেল্লাল হোসেনকে আর্কিটেকচার বিভাগে, অফিস সহায়ক বিপুল কান্তি ঘোষকে রেজিস্ট্রারের দপ্তরে, অফিস সহায়ক মো. আবদুল্লাহকে ডিন এমই-এর দপ্তরে, ল্যাব অ্যাটেনডেন্ট কামাল হোসেনকে এমই বিভাগে, গার্ডেনার নূর ইসলামকে অমর একুশে হলে, অফিস সহায়ক আবদুল্লাহ আল ওমর ফারুক শুভকে এমই বিভাগে, অফিস সহায়ক মো হালিমকে জনসংযোগ বিভাগে ও অফিস সহায়ক হাসিবুল মিয়াকে সিএসই বিভাগে বদলি করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম