ঢাকা ১৭ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহত ৪ ৩য় টি-টোয়েন্টি আজ: বাংলাদেশের বিপক্ষে ‘ফাইনালে’ চাপে শ্রীলঙ্কা গোপালগ‌ঞ্জে এন‌সি‌পির সমা‌বে‌শে হামলা-সংঘর্ষ, ১৪৪ ধারা জারি আমরা গোপালগঞ্জের নাম বদলাতে আসি নাই: নাহিদ ইসলাম হাজিদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা পল্লী বিদ্যুতের চোরাই তারের ব্যবসা নিয়ে দ্বন্দ্বে সোহাগ খুন হন গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ গড়বো: তাসনিম জারা গোপালগঞ্জে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা, বোমাবাজি রাজস্ব আদায়ে বড় ধাক্কা, যে কারণ দেখালেন এনবিআর কর্মকর্তা প্রাথমিকে ৭৩ হাজারের বেশি শূন্য পদে শিগগিরই নিয়োগ

অধিক লাভের জন্যই বেপরোয়া গতিতে গাড়ী চালাতো রাকিব

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জানুয়ারি, ২০২২,  4:09 PM

news image

ছবি : সংগৃহীত

র‌্যাবের হাতে গ্রেফতার বাসচালক রাকিব।র‌্যাবের হাতে গ্রেফতার বাসচালক রাকিব। অধিক লাভের আশায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতো রাকিব। অধিক গতি থাকার কারণে ফ্লাইওভার দিয়ে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ করতে না পেরে রাকিব দুই পথচারীদের চাপা দেয়। রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় ২ পথচারীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার বাসের চালক রাকিব শরীফ র‌্যাবের কাছে এমনটিই স্বীকার করে। রবিবার (৯ জানুয়ারি) দুপুরে কাওরানবাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন জানান এ তথ্য জানান।

নারায়ণগঞ্জে ট্রলারডুবির ঘটনায় মা-মেয়েসহ ৪ জনের লাশ উদ্ধারনারায়ণগঞ্জে ট্রলারডুবির ঘটনায় মা-মেয়েসহ ৪ জনের লাশ উদ্ধার শনিবার সকাল সাড়ে ৯টায় হানিফ ফ্লাইওভারে মেঘলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়। এতে গুরুতর  শেখ ফরিদ (২৮), মো.  বাদশা মিয়াকে (৩২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা পর বাসটি রেখে চালক পালিয়ে যায়।  খন্দকার আল মঈন  জানান, দুর্ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ছায়া তদন্ত করে র‌্যাব-৩ এর একটি দল শনিবার রাতে ওয়ারী এলাকা থেকে  মেঘলা পরিবহনের ওই বাসটির চালক মো. রাকিব শরীফকে (২৫) কে গ্রেফতার করে। গত ১৫ দিন আগে বাসটির মালিক সবুর কাছ থেকে মিয়ার দৈনিক ২ হাজার ২৫০ টাকা দেওয়ার শর্তে বাসটি ভাড়ায় চালানো শুরু করে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম