ঢাকা ৩১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
৫ আগস্ট ঘিরে নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা আবু সাঈদ হত্যা: অভিযোগ গঠনের আদেশ ৬ আগস্ট রাজনগরে প্রবাসী কয়ছর হত্যাকান্ডের তদন্ত ও বিচার দাবি করছে পরিবার ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান নায়িকা মিষ্টি জান্নাতের বাবার ইন্তেকাল মুন্নী সাহাকে দুদকে জিজ্ঞাসাবাদ ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় মহাসড়কে আলু ফেলে চাষিদের বিক্ষোভ মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ দুইজন এখনও আইসিইউতে

"আইসিটি খাতে কাঠামোগত পরিবর্তনের পথে বাংলাদেশ: মতবিনিময় সভায় ফয়েজ আহমেদ তৈয়্যব"

#

১৪ জুন, ২০২৫,  5:39 PM

news image

প্যারিস প্রতিনিধি : বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও প্রযুক্তিবিদ ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, দেশের আইসিটি খাতকে নীতিগতভাবে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে কাজ করছে সরকার। বৃহস্পতিবার (১২ জুন) প্যারিসে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। ফ্রান্সের একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ সভায় প্রবাসী বাংলাদেশি পেশাজীবী, শিক্ষার্থী, সাংবাদিক ও তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা। উপস্থিত ছিলেন মিশনের উপ-প্রধান কাজী এহসানুল হক, কমার্শিয়াল কাউন্সিলর মিজানুর রহমান এবং সভা সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাশেম। প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “আমার দফতর থেকে এবারের বাজেটে নতুন কোনো প্রকল্পের দাবি করিনি। বরং অতীতে জমে থাকা ক্ষতগুলো নিরসনের দিকেই মনোযোগ দিচ্ছি।ফ্রিল্যান্সারদের প্রণোদনা বিষয়ে তিনি জানান, আগামী অর্থবছর থেকে পুনরায় প্রণোদনা চালুর লক্ষ্যে কাজ করছি, যাতে তরুণ প্রজন্ম উৎসাহ পায়। তথ্যপ্রযুক্তি শিক্ষার সম্প্রসারণ প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৯ ক্রেডিটের আইসিটি কোর্স অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে, যা তাদের চাকরির বাজারে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে।তিনি আরও বলেন, ডেটা, ক্লাউড সিস্টেম ও ইভি খাতসহ আইসিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় কাঠামোগত উন্নয়নের জন্য যথাযথ নীতিমালা তৈরির কাজ চলছে। এতে ভবিষ্যতের সরকার এই ভিত্তির ওপর নির্ভর করে এগোতে পারবে।সভায় উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, সহ-সমন্বয়ক মোহাম্মদ কামরুজ্জামান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফ্রান্স শাখার সদস্য সচিব মোহাম্মদ আলী চৌধুরী, এনসিপি প্রতিনিধি ইফতেশাম চৌধুরী ও ইশতিয়াক আকিব, বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের মুহাম্মদ নুরুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম