ঢাকা ৩০ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

“ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার পরিবেশ নিশ্চিত করা হবে” বললেন নবাগত জেলা প্রশাসক

#

২৯ নভেম্বর, ২০২৫,  11:32 AM

news image

মাসুদ রেজা ফয়সালঃ বরগুনার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় বামনা উপজেলায় সংক্ষিপ্ত সফর করেন। উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলার সরকারি ১৭টি দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পলাশ আহমেদের  সভাপতিত্বে জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, “ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার পরিবেশ নিশ্চিত করা হবে।”  তিনি আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা, রাস্তা–ঘাট ও যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত সমন্বয় বৈঠকও চলছে। গণমাধ্যম প্রতিনিধিদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, গণমাধ্যম একটি দেশের আয়না। যাচাই-বাছাই করে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি। কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য নির্বাচনকে প্রভাবিত করতে পারে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সভায় বামনা উপজেলার ২২টি ভোটকেন্দ্রের যাতায়াতব্যবস্থার সমস্যা, নদীভাঙন, বন্ধ ফেরি চালু, শিক্ষা প্রতিষ্ঠানে মানোন্নয়নসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। জেলা প্রশাসক এসব সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। জনগণের বাস্তব সমস্যা তুলে ধরতে প্রশাসন সব সময় গণমাধ্যমের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে আগ্রহী। সভায় অংশ নেওয়া কর্মকর্তারা বিভিন্ন সমস্যা ও চাহিদা তুলে ধরেন। জেলা প্রশাসক এসব বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম