ঢাকা ০২ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
খালেদা জিয়ার মর্যাদা বিবেচনায় ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে সেনাবাহিনী: সেনাপ্রধান এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার পঞ্চদশ সংশোধনী মামলায় আপিলে পক্ষভুক্ত হলেন মির্জা ফখরুল নির্বাচন নিয়ে ইসির চলমান প্রস্তুতি সন্তোষজনক: ইইউ রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টা ও সরকারের ওপর সন্তুষ্ট ৭০ শতাংশ মানুষ: আইআরআই জরিপ চবি ক্যাম্পাসে মদ তৈরির গোপন কারখানা, আটক ২ চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান না দেয়ার অনুরোধ: ডা. জাহিদ আকাশে ইতিহাস গড়লো তুরস্কের মানববিহীন যুদ্ধবিমান সকালের নতুন অভ্যাস বদলাতে পারে পুরো দিন

‘মুশফিকুর রহিমকে দলে নেওয়া সত্যিই খুব ভালো সিদ্ধান্ত’

#

ক্রীড়া প্রতিবেদক

০১ ডিসেম্বর, ২০২৫,  10:49 AM

news image

বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমকে দলে নেওয়ার সিদ্ধান্তকে ‘গুরুত্বপূর্ণ’ উল্লেখ করেছেন রাজশাহী ওয়ারিয়র্সের নাজমুল হোসেন শান্ত। নিলাম শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দলের মতো একজন জ্যেষ্ঠ ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা ছিল টিম ম্যানেজমেন্টের সম্মিলিত সিদ্ধান্ত। বিপিএল নিলামে 'বি' ক্যাটেগরিতে ছিলেন মুশফিকুর রহিম। প্রথম ধাপে অবিক্রিত ছিলেন তিনি। নিয়ম ছিল যে অবিক্রিত ক্রিকেটাররা পুনরায় নিলামে উঠলে তাদের ক্যাটেগরি একধাপ করে নিচে নেমে যাবে। তবে রংপুর রাইডার্সের প্রস্তাবে আর তা করা হয়নি মুশফিক ও মাহমুদউল্লাহর ক্ষেত্রে। এই সিদ্ধান্তে সমর্থন জানায় রাজশাহীও। মুশফিককে দলে নেওয়ার ব্যাপারে শান্ত বলেন, “আমাদের এত বড় খেলোয়াড়, যিনি এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে সেবা দিয়েছেন। তাকে দলে নেওয়ার ইচ্ছা অবশ্যই ছিল। টিম ম্যানেজমেন্ট, কোচ, মালিক সবার সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই আমরা মুশফিক ভাইকে দলে নিয়েছি। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, এবং আমি মনে করি তিনি আমাদের দলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।” তিনি বলেন, “আমার মনে হয়, এটা সত্যিই খুব ভালো সিদ্ধান্ত। সম্মানটি অবশ্যই দেওয়া উচিত। আর বিসিবি ও রংপুর দলের কথা বিশেষভাবে বলতে চাই, কারণ এই বার্তাটি প্রথমে রংপুর থেকেই এসেছে। তাই রংপুরকে ধন্যবাদ। আমার কাছে মনে হয়, এটা ছিল খুব ভালো একটি সিদ্ধান্ত।” স্থানীয় ক্রিকেটারদের নিয়েও সন্তোষ প্রকাশ করেন শান্ত। তিনি বলেন, সাম্প্রতিক ঘরোয়া পারফরম্যান্সে নিজেদের প্রমাণ করেছেন এমন ক্রিকেটাররাই এবার স্কোয়াডে সুযোগ পেয়েছেন। শান্ত বলেন,আমি স্থানীয় যেসব খেলোয়াড় পেয়েছি আলহামদুলিল্লাহ, আমরা তাতে খুশি। আপনি যদি সবার সাম্প্রতিক পারফরম্যান্স দেখেন, বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে, তাহলে দেখবেন যে এরা সবাই বেশ ভালো পারফর্মার। আশা করি, তারা বিপিএলেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।

রাজশাহী ওয়ারিয়র্স স্কোয়াড :

নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, রিপন মন্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আবদুল গাফফার সাকলাইন, এস এম মেহেরব হোসেন, রবিউল ইসলাম, ওয়াসী সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখির এইচ শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম