
নিজস্ব প্রতিবেদক
০৮ অক্টোবর, ২০২৩, 2:39 PM

‘বিএনপির উপলব্ধি করেছে কেউ কোলে করে তাদের ক্ষমতায় বসাবে না’
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, এতদিন পর বিএনপির উপলব্ধি হয়েছে যে, কেউ কোলে করে তাদের ক্ষমতায় বসাবে না। এজন্যই তাদের মুখ ফ্যাকাসে হতে শুরু করেছে। তবে তাদের এই উপলব্ধি ভালো। রোববার (৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ১৯৭১ সালে তৎকালীন পাকিস্তান সরকার প্রকাশিত 'পূর্বপাকিস্তান সংকট শ্বেতপত্র' পুনঃ:মুদ্রণের মোড়ক উন্মোচন ও প্রশ্নোত্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। অনেক দলই নির্বাচনে আসবে, বিএনপিরও অনেকেই নির্বাচনে আসবে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার (মন্ত্রিসভা) ছোট করার কোনো বাধ্যবাধকতা নেই। প্রধানমন্ত্রী যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। ২০১৮ সালে নির্বাচনকালীন সরকার (মন্ত্রিসভা) ছোট করা হয়নি। যে সরকার ছিল, সেই সরকারই দায়িত্ব পালন করেছে।যুক্তরাষ্ট্রের সফররত প্রতিনিধি দল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো। এসব সফরের মধ্য দিয়ে সম্পর্ক আরও গাড়ো হচ্ছে। তিনি আরও বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার ছোঁয়া পড়েছে বাংলাদেশেও। তবে আমাদের অর্থনীতি দৃঢ় অবস্থায় দাড়িয়ে আছে।