ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সংসদ থেকে হারিয়ে গেছে ৯০ লাখ টাকা প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী মামলায় নাম থাকলেই গ্রেপ্তার নয়: ডিএমপি কমিশনার সাবেক মন্ত্রী ফরহাদ ৫ দিনের রিমান্ডে ভারতের বিরুদ্ধে খেলতে দেশ ছাড়লেন শান্তরা মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা ভোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: দুর্যোগ উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ নেই: বিজিএমইএ

‘নির্লজ্জ’ সাকিবকে অবসর নিতে বললেন শেবাগ

#

স্পোর্টস ডেস্ক

১১ জুন, ২০২৪,  1:52 PM

news image

বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলার সুযোগ পেলে কটাক্ষ করতে ছাড়েন না বিরেন্দ্র শেবাগ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানে হারের পর সাকিব আল হাসানকে নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন বিশ্বকাপ জয়ী এই ভারতীয় ক্রিকেটার।  সাকিবের লজ্জা বোধ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তার আগেই অবসর নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন। তাকে বাংলাদেশের সামান্য একজন ক্রিকেটার বলে অভিহিত করেছেন। ক্রিকবাজের পডকাস্টে সাকিবের ব্যর্থতা নিয়ে কথা বলেছেন সাবেক ডানহাতি এই ব্যাটার। সেখানে শেবাগ বলেন, ‘আমি মনে করি, টি-২০ ক্রিকেটে সাকিব অনেক আগেই ফুরিয়ে গেছে। সম্ভবত এটা গত টি-২০ বিশ্বকাপেই। তুমি দলের সিনিয়র ক্রিকেটার, অনেক দিন অধিনায়ক ছিলে, তোমাকে দলে নেওয়া হচ্ছে অভিজ্ঞতার কারণে, আর তোমার রান যদি এমন হয়, তাহলে এজন্য তোমার লজ্জিত হওয়া উচিত।’ সাকিব এদিন চারে ব্যাটিং করতে নামেন। টি-২০ ফরম্যাটে যা গুরুত্বপূর্ণ অর্ডার। ওদিকে দলের লক্ষ্য ছিল মাত্র ১১৪ রানের। বাংলাদেশ ২৯ রানে ২ উইকেট হারায়। সেখান থেকে সাকিব ধীরে খেলে ম্যাচটা এগিয়ে নিতে পারতেন। কিন্তু তিনি বর্তমান সময়ের সবচেয়ে গতিময় পেসার এনরিক নরকিয়ার শট বলে পুল খেলতে গিয়ে ৩০ গজের মধ্যে ক্যাচ দেন। ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে আরও চাপে পড়ে বাংলাদেশ। সাকিবের ওই শট নির্বাচন নিয়ে তিরস্কার করেছেন শেবাগ, ‘তাকে যদি অভিজ্ঞতার কারণে দলে নেওয়া হয়ে থাকে, তবে তার থেকে আমরা নিশ্চয় এমন ব্যাটিং দেখতে চাইবো না। অন্তত তার উইকেটে কিছু সময় কাটাতে হতো। তুমি তো হেইডেন বা গিলক্রিস্ট না, যে শট বলে পুল খেলবা। তুমি বাংলাদেশের সামান্য একজন ক্রিকেটার, সুতরাং তুমি ব্যাট করবে তোমার মান অনুযায়ী। যখন হুক-পুল খেলতে পারো না, তখন নিজের হাতে যে শট আছে সেটাই খেলো।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম