‘খারাপ ভিডিও দেখিয়ে মেডিকেলের স্যার আমাকে অফার করেছিল’
বিনোদন প্রতিবেদক
২১ মে, ২০২৪, 3:25 PM
বিনোদন প্রতিবেদক
২১ মে, ২০২৪, 3:25 PM
‘খারাপ ভিডিও দেখিয়ে মেডিকেলের স্যার আমাকে অফার করেছিল’
চিত্রনায়ক শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে কয়েকদিন আগেও ঢালিউডে তুমুল চর্চার বিষয় ছিল। শাকিবের হবু বউয়ের পরিচয় খুঁজতে গিয়ে ওই মুহূর্তেই ভাইরাল হয় একটি ভিডিও। যেখানে গুঞ্জন ওঠে যে, শাকিবের ‘হবু বউয়ের’ নাম ডাক্তার মিষ্টি জান্নাত। সেই ভিডিওর পর থেকে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে মিষ্টির। বিষয়টি নিয়ে সম্প্রতি গণমাধ্যমে কথা বলেছেন মিষ্টি জান্নাত। যেখানে শাকিবের সঙ্গে বিয়ের খবর সরাসরি ‘অস্বীকার’ না করলেও গুঞ্জন হিসেবেই রাখতে চেয়েছেন তিনি। এরপর থেকে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। পাশাপাশি মিষ্টি জান্নাতের চরিত্র নিয়েও নানা প্রশ্ন ওঠে। একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমের গুঞ্জনও ওঠে এই অভিনেত্রীকে নিয়ে। এসব গুঞ্জনের খোলামেলা জবাব দিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি মিষ্টির একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায়। সেখানে মিষ্টিকে বলতে শোনা গেছে, আমার সঙ্গে ‘গিভ অ্যান্ড টেক’ করতে হলে সমপর্যায়ে আসতে হবে। দুই লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আমার সঙ্গে থাকা যাবে না। এ ধরনের প্রস্তাব তো সবাই দেয়। শুধু কী মিডিয়ায়? মেডিকেল শিক্ষকের প্রসঙ্গে মিষ্টি বলেন, আমাকে একবার মেডিকেলের স্যার অফার দিয়েছিল। খারাপ ভিডিও দেখিয়ে আমাকে অফার করে। কিন্তু আমি রাজি হইনি বলে আমার পাস করতে দেরি হয়েছে। যেখানে মেডিকেলে পাস করতে পাঁচ বছর লাগে সেখানে আমার লেগেছে ৮ বছর। আমার এক ফ্রেন্ডকেও ওই ভিডিও দেখানো হয়। সেই ফ্রেন্ডও রাজি হয়নি বলে ওরও পাস করতে দেরি হয়েছে। এই অভিনেত্রী মনে করেন, এ ধরনের প্রস্তাব শুধু মিডিয়ায় দেয়া হয় না। বর্তমানে ৫-১০ হাজার টাকার চাকরিতে গেলেও অফার করে। স্যারকে খুশি করতে হবে। কিন্তু দোষ হয় শুধু মিডিয়ার। এটার কারণ হচ্ছে, মিডিয়ার দিকে সবার নজর থাকে। ঢাকাই সিনেমার পরিচিত মুখ মিষ্টি জান্নাত। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে শুরু করেন রুপালি পর্দার ক্যারিয়ার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন চিকিৎসক।