সংবাদ শিরোনাম

নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর, ২০২২, 12:44 PM

৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
কুয়াশা কেটে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) পনে ৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর দুপুর ১২ থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে সকাল পনে ছয়টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ। তবে এবার ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় তেমন যানবাহনের সারির সৃষ্টি হয়নি। পনে ছয়টা থেকেই নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া প্রান্তে ফেরি বন্ধ রাখা হয় পরে কুয়াশার ঘনত্ব কমে এলে আজ দুপুর ১২ থেকে ফেরি চলাচল শুরু হয়েছে ।
সম্পর্কিত