ঢাকা ২৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
রোহিঙ্গা ক্যাম্পে ৫ ঘণ্টার ব্যবধানে দুটি ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে হাসপাতাল তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা মারা গেলেন মারাঠি অভিনেতা রঞ্জিত তারেক রহমানের স্বদেশে ফেরা নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম বড়দিনের ছুটিতে লোকে লোকারণ্য কক্সবাজার তারেক রহমান দেশে ফেরায় রাজনৈতিক শূন্যতা পূরণ হবে : প্রেস সচিব এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান রিজার্ভ বেড়ে ৩২.৭৯ বিলিয়ন ডলার দেশে এসেছে জেবুও

২০ শর্তে সমাবেশের অনুমতি পেল আওয়ামী লীগ-বিএনপি

#

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২৩,  9:05 PM

news image

পছন্দের ভেন্যুতেই আওয়ামী লীগ ও বিএনপিকে ২০ শর্তে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২৭ অক্টোবর) রাতে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, আওয়ামী লীগকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এবং বিএনপিকে নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২৮ অক্টোবর (শনিবার) সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। মহিদ উদ্দিন বলেন, রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে জামায়াতে ইসলামীকে সমাবেশ করার অনুমতি চেয়েছিল। তবে তাদের অনুমতি দেওয়া হয়নি। এদিকে পুলিশ অনুমতি না দিলেও শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। উল্লেখ্য, রাজধানীর নয়াপল্টনে ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। এরপর একই দিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ এবং শাপলা চত্বরে সমাবেশের ডাক দেয় জামায়াতে ইসলামী। একই দিনে তিন দলের সমাবেশ ঘিরে জনমনে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলছে, সংবিধানে যেকোনো রাজনৈতিক দলের শান্তিপূর্ণভাবে রাজনৈতিক আন্দোলন, মিছিল, মিটিং ও সমাবেশ করার অধিকার রয়েছে। এসব ক্ষেত্রে পুলিশ নিরাপত্তাও দিয়ে থাকে। কিন্তু কর্মসূচির আড়ালে কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম