ঢাকা ০৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
২০৩০ সালে একই বছরে আসবে দুইটি রমজান রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা'র সন্ধান, গ্রেফতার ৩ বর্তমান প্রশাসন নিয়ে সুষ্ঠু নির্বাচন করা যাবে: মন্ত্রিপরিষদ সচিব ইউরোপ থেকে মুরগি আমদানি বন্ধ করল সৌদি ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের বিলে সম্মতি দিলেন ট্রাম্প এলপি গ্যাস আমদানিতে সরকার ভ্যাট কমাল বোয়ালখালী থানার নবাগত ওসির সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের উত্তরাঞ্চল সফরে আচরণবিধি লঙ্ঘন হবে না: সালাহউদ্দিন প্রাথমিক শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবার জন্য যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার ঘটনায় পরিবারের মামলা

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত তালিকা প্রকাশ, ১৭ কেন্দ্র বাতিল

#

০৭ জানুয়ারি, ২০২৬,  12:24 PM

news image

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে।  মঙ্গলবার (৬ জানুয়ারি) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, প্রশাসনিক জটিলতা ও পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার কারণে মোট ১৭টি মূল পরীক্ষা কেন্দ্র এবং ২২১টি ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে।  এর ফলে এ বছর ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে মোট সচল কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৭টিতে, যার মধ্যে বিদেশের ৭টি কেন্দ্রও অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এই নতুন তালিকা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। বাতিল হওয়া কেন্দ্রগুলোর তালিকায় রয়েছে ঢাকার হাজি এম. এ. গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় (ঢাকা-৬৯), হাজি বিল্লাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় (ঢাকা-৭৮) এবং আনোয়ারা বেগম মুসলিম উচ্চ বালিকা বিদ্যালয় (ঢাকা-৩০)। ঢাকার বাইরে শিবালয়-২ কেন্দ্রের অধীন রাওয়ান ইনে রমজান স্কুল অ্যান্ড কলেজ, জয়ানগর জুলমত আলী উচ্চ বিদ্যালয়, কামারখালী উচ্চ বিদ্যালয় ও মির্জাপুর ক্যাডেট কলেজ কেন্দ্রটিও বাতিল ঘোষণা করা হয়েছে।  এছাড়া করটিয়া এইচ. এম. ইনস্টিটিউশন, তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়, নগরকান্দা-২ সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়, ডামুড্যা-২ কনেশ্বর এস সি এডওয়ার্ড ইনস্টিটিউশনসহ রাড়ী কান্দি হাজী বাড়ী উচ্চ বিদ্যালয় এবং চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের কেন্দ্রগুলো ২০২৬ সালের পরীক্ষা থেকে বাদ পড়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, বালিয়াকান্দি-২ কেন্দ্রের লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজে পর্যাপ্ত পরীক্ষার্থী না থাকায় সেটি বাতিল করা হয়েছে এবং গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দোয়েল একাডেমি কেন্দ্রটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে বিশেষ বিবেচনায় কিশোরগঞ্জ জেলার হাওর বেষ্টিত নিকলী ও অষ্টগ্রাম উপজেলার ৪টি ভেন্যু কেন্দ্র বহাল রাখা হয়েছে।  শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্বচ্ছতা বজায় রাখা এবং প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করতেই কেন্দ্র পুনর্বিন্যাসের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে এই চূড়ান্ত তালিকা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম