হুমকি উপেক্ষা করেই সেই সিনেমা শেষ করেছেন রাইমা
বিনোদন ডেস্ক
০৭ জুলাই, ২০২৪, 12:53 PM

বিনোদন ডেস্ক
০৭ জুলাই, ২০২৪, 12:53 PM

হুমকি উপেক্ষা করেই সেই সিনেমা শেষ করেছেন রাইমা
যে সিনেমা থেকে সরে দাঁড়াতে ফোনে হুমকি পাচ্ছিলেন ভারতীয় অভিনেত্রী রাইমা সেন, সেই ‘মা কালী’র টিজার প্রকাশ পেয়েছে। দেশভাগের মর্মান্তিক ইতিহাসের টুকরো টুকরো ঝলক তুলে ধরা হয়েছে ১ মিনিট ৫৭ সেকেন্ডের ওই টিজারে। সিনেমার প্রেক্ষাপট ১৯৪৬ সালের ১৬ অগাস্টের সাম্প্রদায়িক দাঙ্গা; ইতিহাসে যা ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’ বা ‘১৯৪৬ ক্যালকাটা কিলিংস’ নামে পরিচিত। রাইমা বলেছেন, স্বাধীনতার আগে অপ্রকাশ্য কিছু ঘটনা বাঙালি হিসেবে তুলে ধরার তাগিদ বোধ থেকে তিনি সিনেমাটি করেছেন। সিনেমার পোস্টার প্রকাশের পর অনেক হুমকি ধামকিতেও দমে যাননি, কাজটি শেষ করেছেন। ‘মা কালী’ পরিচালনা করেছেন বিজয় ইয়ালাকান্তি। সিনেমার মুক্তির তারিখ নিয়ে এখনও কোনো ঘোষণা আসেনি।