ঢাকা ২৭ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
শর্টসার্কিটে নয়, কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে: নৌবাহিনী কর্মকর্তা সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন ফের বাড়ল সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমার সময় ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত বিদ্যুৎহীন সচিবালয়, বন্ধ দাপ্তরিক কার্যক্রম লামায় অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা হাসিনার দালালেরা অপকর্মের ফাইলগুলো পুড়িয়ে দিয়েছে: সারজিস নিখোঁজের ৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে মিলল ২ পর্যটকের লাশ সচিবালয়ে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে উপদেষ্টারা খুলল প্রবেশ পথ, সচিবালয়ে ঢুকছেন কর্মকর্তা-কর্মচারীরা

হাসিনার দালালেরা অপকর্মের ফাইলগুলো পুড়িয়ে দিয়েছে: সারজিস

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ডিসেম্বর, ২০২৪,  2:01 PM

news image

দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুন লাগার ঘটনায় সেখানে ঘাপটি মেরে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দালালদের দায়ী করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, বিভিন্ন অপকর্মের ফাইলগুলো তারাই আগুনে পুড়িয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। সারজিস আলম লিখেছেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিলো, তাদের মধ্যে অন্যতম স্টেকহোল্ডার ছিল আমলাদের বৃহৎ একটা অংশ। এদের ওপর ভর দিয়েই হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিলো। তিনি লিখেছেন, যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক আরও লিখেছেন, রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনে যেসব চাটার দল এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে, তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। সবশেষে সারজিস লিখেছেন, সাবধান করার সময় আর নাই। নাহিদ ইসলাম, Asif Mahmud, Mahfuj Alam ভাই, বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হোন। পুরো বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্ট্যাটাসটিতে পাঁজ হাজারেরও বেশি পাঠক মন্তব্য করেছেন। রায়হান আহমেদ তামিম নামে একজন লিখেছেন, তুলুতুলু করার সময় নাই। স্ট্রং হয়ে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। শেখ ইমরান মিয়া লিখেছেন, আর সময় নষ্ট না করে ব্যবস্থা গ্রহণ করা হোক। না হলে এ বিপ্লব কাজেই আসবে না, আসতে দেবে না। মোহাম্মদ সাজিদ লিখেছেন, সহমত পোষণ করছি।  মোহাম্মদ ইব্রাহিম খলিল নামে আরেকজন লিখেছেন, নিঃসন্দেহে এটা পরাজিত শক্তির কাজ। দেশকে অস্থিতিশীল করার জন্য তাদের অপচেষ্টা অব্যাহত। এদেরকে প্রতিহত করে আইনের আনতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম