ঢাকা ০৬ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ব্যাংক এশিয়ার সাবেক শাখা ব্যবস্থাপকের মৃত্যু: গৃহহীন স্ত্রী-সন্তানদের পাশে ব্যাংক কর্তৃপক্ষ না থাকায় রংপুর জুড়ে সমালোচনার ঝড় জঙ্গি সংশ্লিষ্টতা তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করবে বাংলাদেশ খারাপ ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক পুনর্বাসনের চেষ্টা করছে: অর্থ উপদেষ্টা দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ কমাতে মুসলিম দেশগুলোকে একজোট হওয়ার আহ্বান সিরিজ বাঁচাতে আগে ব্যাট করছে বাংলাদেশ শুল্ক-কর জমা দিতে চালু হলো ‘এ-চালান’ নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে : প্রেস সচিব চীনে সন্তান জন্ম দিলেই মিলবে টাকা ৩৮৭ জন হজযাত্রী নিয়ে রানওয়েতে আটকে গেল বিমান

হাসনাহেনায় মুগ্ধতা ছড়ালেন পরীমণি

#

বিনোদন প্রতিবেদক

২১ জুন, ২০২৫,  12:10 PM

news image

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। অভিনয়ের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই আলোচনায় বেশি থাকেন তিনি। কখনো প্রেম বিয়ে বিচ্ছেদ, কখনো জন্মদিনের আয়োজন ও সন্তান পালন- এসব নিয়েই সংবাদের শিরোনামে উঠে আসেন অভিনেত্রী। সময়ের হাত ধরে ব্যক্তিগত জীবনে নানান ঘটনার জন্ম দেওয়া এই নায়িকা মামলায় জড়িয়ে আদালত পাড়াতেও হাঁটছেন দিনের পর দিন। তবে সবকিছুর মাঝে নিজেকে সামলে নেওয়ার এক অদম্য শক্তি রয়েছে তার। তাইতো মাঝে মধ্যেই ছুঁটে যান প্রকৃতির কাছে, ঘুরে বেড়ান আপন মনে। ছবি তোলেন এবং তা ভক্তদের মাঝে ছড়িয়ে দিতে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। আজ শনিবার নায়িকা নিজের ফেসবুক পেজে বেশকিছু ছবি প্রকাশ করেছেন। ‘হাসনাহেনা’ ফুল গাছের সঙ্গে বিভিন্ন ভঙ্গিতে তুলেছেন সেসব ছবি। ক্যাপশনে পরী লিখেছেন, ‘হাসনাহেনা’। সকাল সকাল ভক্তদের উদ্দেশ্যে প্রকাশিত ছবিতে নায়িকাকে বেশ উচ্ছ্বসিতই মনে হয়েছে। এক ভক্ত ছবি দেখে কমেন্ট বক্সে লিখেছেন, ‘অসাধারণ সুন্দর...।’ অন্য একজন লিখেছেন, ‘পরিমণিকে যত দেখি ততই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। আল্লাহ তাকে কত অপরূপ সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন!’ প্রসঙ্গত, পরী এবার ঈদুল আজহার ছুটি কাটিয়েছেন নানাবাড়ি পিরোজপুরে। শৈশবের স্মৃতিবিজড়িত একটি পুকুরে সাঁতার কেটেছেন তিনি। ঠিক শৈশবের দিনগুলোর মতো আনন্দ-উচ্ছ্বাসে মেতেছিলেন এ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। নানাবাড়ির পুকুরে কাচের বাড়ি নির্মাণের ঘোষণা দেন তিনি। ভিডিওর ক্যাপশনে পরীমণি লেখেন, ‘এখানেই আমার পুরো শৈশব! এখানে এলেই আমি ছোটবেলায় ফিরে যাই। এই একটা ছোট্ট পুকুরে আমরা এতজন মিলে পুকুরের পানি সব ঘোলা করে ফেলেছি হিহি। কয়েকদিন পর এখানে এই পুকুরটা থাকবে না। এখানে একটা কাচের বাড়ি বানাব ইনশা আল্লাহ।’ উল্লখ্য, পরী অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তি অপেক্ষায় রয়েছে। পাশাপাশি ‘গোলাপ’ নামের নতুন একটি সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব হোসাইন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম