হাশিমপুরে ভিয়েতনামের খাটো নারকেল চাষে সফলতা
নিজস্ব প্রতিনিধি
০৩ ডিসেম্বর, ২০২২, 2:06 PM

নিজস্ব প্রতিনিধি
০৩ ডিসেম্বর, ২০২২, 2:06 PM

হাশিমপুরে ভিয়েতনামের খাটো নারকেল চাষে সফলতা
ভিয়েতনামের দ্রুত বর্ধনশীল ও উচ্চ ফলনশীল খাটো জাতের নারকেল বাগান গড়ে উঠেছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউপিতে। বাগানটি গড়ে তুলেছেন স্থানীয় গ্যাব এগ্রো নামের একটি প্রতিষ্ঠান। ইতঃমধ্যে বাগানের প্রতিটি গাছে ফলন আসা শুরু হয়েছে। বাগান দেখে উদ্বুদ্ধ হচ্ছেন এলাকার মানুষ সহ অন্য উপজেলার মানুষও। বাগানটি দেখতে প্রতিনিয়ত ভিড় করছেন দর্শনার্থীরা। গ্যাব এগ্রো'র অংশীদার রশিদ জানান, নারকেল চাষাবাদ বাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় ভিয়েতনামের দ্রুত বর্ধনশীল খাটো জাতের নারকেলের মোট ৬২ টি চারা সরবরাহ করে। চারা রোপণের তিন বছরের মধ্যে ফলন আসা শুরু হয়। বর্তমানে প্রতিটি গাছে ফুল-ফল রয়েছে। অপর অংশীদার তৌহিদুল ইসলাম জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যখন চারা সরবরাহ করে তখন বিশ্বাস করিনি এত অল্প সময়ে ফলন আসবে। এখন ফুলে-ফলে ভরা গাছ দেখলে নয়ন জুড়িয়ে যায়। দেওয়ান হাট হর্টিকালচার সেন্টারের নার্সারি তত্ত্বাবধায়ক দেবাশীষ ভট্টাচার্য বলেন, ভিয়েতনামের নারকেল চাষে সরকারি ভাবে প্রশিক্ষণ, চারা, সার ও প্রয়োজনীয় পরামর্শ সহ বিভিন্ন ধরনের সহযোগিতা দেয়া হয়।