ঢাকা ৩১ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

হরর থ্রিলার গল্পের স্বল্পদৈর্ঘ্য ‘একটি খোলা জানালা’

#

বিনোদন প্রতিবেদক

০১ জুলাই, ২০২৪,  10:50 AM

news image

তীক্ষ্ণ চাহনি, হাতে স্টেথোস্কোপ, মাথায় নার্সিং ক্যাপ, হাসিমুখের অভিব্যক্তিতে যেন লুকিয়ে আছে এক রহস্য। এমনি এক লুকে দেখা গেছে অভিনেত্রী তাসনিয়া ফারিণকে। ওটিটি প্লাটফর্ম বিঞ্জের ফেইসবুক পেজ থেকে প্রকাশিত হয়েছে অভিনেত্রীর এমন পোস্টার।  জানা গেছে, শর্ট ফিল্ম 'একটি খোলা জানালা'র ফার্স্ট লুক পোস্টার এটি। যেটি বিঞ্জে মুক্তির অপেক্ষায়। শর্ট ফিল্মটি পরিচালনা করেছেন নির্মাতা ভিকি জাহেদ। নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘একটি খোলা জানালা’ ৫০ মিনিট দৈর্ঘ্যের একটি শর্টফিল্ম। এটি থ্রিলার এবং হরর মিশ্রণে নির্মিত একটি সিনেমা। গল্পটা দেশের বাইরের একটা গল্প৷ সেই গল্পকে বাংলাদেশের প্রেক্ষাপটে এনে চিত্রানাট্য তৈরি করা। নারীকেন্দ্রিক চরিত্রের গল্প। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও সালহা খানম নাদিয়া। ফারিণ ও নাদিয়া দুইজনকেই নার্সের চরিত্রে দেখা যাবে জানিয়ে নির্মাতা বলেন, এটা দুজন নার্সের গল্প। নারীকেন্দ্রিক গল্পে সবসময় যে রকম চ্যালেঞ্জিং চরিত্র তুলে ধরি এটাও তেমন। দুজনের জন্য ও চরিত্রটা ধারণ করা খুব কঠিন ছিল। এর আগে তারা এই ধরনের চরিত্র করেনি। ফারিণের সঙ্গে এটা আমার প্রথম ওটিটি কাজ। জুলাইয়ের প্রথম সপ্তাহে শর্ট ফিল্মটি মুক্তি পাবে জানিয়ে নির্মাতা বলেন, এই ঈদে মুক্তিপ্রাপ্ত আমার দুটি কাজ 'তিথিডোর' এবং 'হাজত' যেভাবে দর্শক পছন্দ করছে তেমনভাবে এই কনটেন্ট নিয়েও আমি আশাবাদী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম