সংবাদ শিরোনাম
হবিগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত
নিজস্ব প্রতিনিধি
২৬ অক্টোবর, ২০২১, 10:53 AM

নিজস্ব প্রতিনিধি
২৬ অক্টোবর, ২০২১, 10:53 AM

হবিগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার সকালে উপজেলার শাহজিবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওসি আরও জানান, একটি ট্রাক সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বিপরীতমুখি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই চালক নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে।
সম্পর্কিত