ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মন্ডলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর আগস্টে সড়কে ঝরেছে ৪৭৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি ৬ সংস্কার কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৯ লাখ টাকা দিলো ইসি ট্রাফিক সমস্যা ও চাঁদাবাজি বন্ধে ডিএমপিকে একগুচ্ছ নির্দেশনা ঢাবি ও জাবিতে দু’জনকে পিটিয়ে হত্যা, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক ঢাবির হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে যেসব কারণে দাম কমছে না ইলিশের

স্বামীকে খুন করে সন্তান ফেলে পলানো সেই হৃদয় বানু আটক

#

নিজস্ব প্রতিনিধি

০২ আগস্ট, ২০২২,  2:00 PM

news image

টাঙ্গাইলে আবু সাইদ সেন্টু হত্যা মামলায় তার দ্বিতীয় স্ত্রী হৃদয় বানুকে (৩৪) গ্রেফতার করেছে র‍্যাব ১২। সোমবার রাতে হৃদয় বানুর বাবার বাড়ি হবিগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, গত ২৮ জুলাই ভাড়া বাসা থেকে নিহত সেন্টুর লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের পরদিন নিহতের প্রথম স্ত্রী নাহিদা খানম টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন। হত্যার রহস্য উদঘাটন করতে র‍্যাব অভিযান চালিয়ে হৃদয় বানুকে গ্রেফতার করে। র‍্যাব ১২, সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর আনিসুজ্জামান জানান,

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি খুনের কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে তিনি আরও জানিয়েছেন, সৌদি আরবে থাকাকালীন দুজনের মধ্যে পরিচয় হয় এবং সেখানেই তারা বিয়ে করেন। বিয়ের বছরখানেক পর গর্ভে সন্তান নিয়ে হৃদয় বানুকে দেশে পাঠানো হয়। দেশে আসার ১ মাস পরই তার স্বামী চলে আসে এবং বড়ভাইয়ের বাসায় বসবাস করতে থাকে। সন্তান জন্মের ৬ মাস পর টাঙ্গাইলের একটি ভাড়া বাসায় ওঠেন তারা। সেখাতে ভরণপোষণ না দেয়া ও নিয়মিত যোগাযোগ না রাখায় তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। গত ২৭ জুলাই তার স্বামী ২৫ হাজার টাকা দাবি করে। তাকে সে টাকা দেয়া হয়। তবে রাতে থেকে যেতে বলায় আবার ঝগড়া হয় তাদের। সেই মধ্যরাতেই ছুরি দিয়ে হৃদয় বানু তার স্বামীকে হত্যা করে ৭ মাসের কন্যা রেশমীকে রেখেই পালিয়ে যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম