ঢাকা ২০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
খুলনায় বিষক্রিয়ায় ৫ জনের মৃত্যু র‌্যাবের পৃথক অভিযানে পিস্তল মদ ইয়াবা এ্যাম্পুল উদ্ধার গ্রেফতার-১ দেশে নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ ইসলাম বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, অন্তর্বর্তী সরকারকে ফখরুল জামায়াতের মূল পর্বের সমাবেশ শুরু মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশে কাজ করবে ওএইচসিএইচআর মিশন প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 'প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন, সেদিনই নির্বাচন হবে' : প্রেস সচিব ভরা মৌসুমেও ইলিশের দাম নাগালের বাইরে মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান

স্বস্তি নিয়ে দিন শেষ টাইগারদের

#

স্পোর্টস ডেস্ক

০১ জানুয়ারি, ২০২২,  11:58 AM

news image

দিনের খেলা শেষ হতে বাকি আরও দুই ওভারের বেশি। তখনই ব্যাটের ভেতরের কোণায় লেগে বোল্ড হন টম ব্লানডেল। ফলে ২.৩ ওভার বাকি রেখেই দিন শেষ করল টাইগাররা। প্রথম দিন শেষে কিউইদের সংগ্রহ ৫ উইকেটে ২৫৮ রান। কিউইদের হয়ে শতক হাঁকিয়েছেন ডেভন কনওয়ে। টাইগারদের হয়ে ২ উইকেট পেয়েছেন শরীফুল ইসলাম এবং একটি করে উইকেট পেয়েছেন অধিনায়ক মুমিনুল হক এবং এবাদত হোসেন। এর আগে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক মুমিনুল হক।

সাত ব্যাটসম্যানের সঙ্গে তিন পেসার ও একমাত্র স্পিনার নিয়ে সাজানো হয়েছে বাংলাদেশের একাদশ। প্রথম টেস্টের প্রথম সেশনেই দারুণ বোলিং করতে থাকে বাংলাদেশের পেসারার। কিউইদের নিজের খেলাটা খেলতে দিচ্ছিল না বাংলাদেশের তিন পেসার তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন। তিন পেসারের বলে গতি না থাকলেও লাইন এবং লেন্থ ছিল দুর্দান্ত। যার সুবাদে প্রথম সেশনের চতুর্থ ওভারে কিউই অধিনায়ককে তুলে নেন পেসার শরিফুল ইসলাম। এরপর তিন নম্বরে নেমে ডেভন কনওয়েকে নিয়ে দলের হাল ধরেন উইল ইয়াংক। এরপর আর বোলিংয়ের সেই ধার ধরে রাখতে পারেনি বাংলাদেশের বোলাররা। প্রথম সেশনে আর কোনো উইকেটের দেখা পায়নি কোনো বোলার। প্রথম সেশন শেষে মধ্যাহ্নভোজের আগে ১ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ছিল ৬৬ রান। কনওয়ে ৩৬ এবং ইয়াং ২৭ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় কিউইরা। সফরকারীদের পক্ষে একমাত্র সাফল্যটি আসে শরিফুলের হাত ধরে। মধ্যাহ্ন বিরতির পর প্রথম সেশনের প্রথম ঘণ্টার মতো বোলিংয়ে দাপট দেখাতে পারেনি কোনো বোলার। টপ অর্ডারের দুই ব্যাটসম্যান এমনভাবেই খেলছিল যেন সারা দিন কাটিয়ে দিতে পারবে। ফলে দ্বিতীয় উইকেটে শত রানের জুটিও গড়ে ফেলেন ইয়াং এবং কনওয়ে। তবে শত রানের পর সেই জুটি বেশিক্ষণ টেকেনি। সৌভাগ্যজনক রান আউটে ভেঙেছে ১৩৮ রানের জুটি, ফিফটি হাঁকিয়ে সাজঘরে ফিরেছেন ডানহাতি ওপেনার ইয়ং। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম