ঢাকা ২২ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
একটি বড় পরিবর্তনের পর সবকিছু একদিনে ঠিক হবে না: ফারুকী ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রংপুর এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ২ দিনের রিমান্ড মঞ্জুর ‘‌আমার নামে মামলা আছে, জানতাম না’ অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীনকে সিইসি নিয়োগ ‘সাংবাদিক’ পরিচয়ে তিশার আপত্তিকর ভিডিও ধারণ আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শেখ সাজ্জাত আলী সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

স্প্যানিশ সুপার কাপ: বছরের প্রথম শিরোপা জিতে বার্সার আরও কাছে রিয়াল

#

স্পোর্টস ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২২,  10:42 AM

news image

বছরের প্রথম শিরোপাটা নিজেদের করে নিয়ে বার্সেলোনার আরও কাছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপ ফাইনালে অ্যাথলেটিকো বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলোত্তির দল। শিরোপানির্ধারণী ম্যাচে গোলের দেখা পেয়েছেন লুকা মদ্রিচ ও করিম বেনজেমা। বার্সা এই শিরোপা জিতেছে সর্বোচ্চ ১৩ বার, রিয়াল জিতল তাদের ১২তম।  কিং ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের ৩৮তম মিনিটে প্রথম সাফল্যের দেখা পায় রিয়াল। আক্রমণের শুরুটা করেন চোট পাওয়া আসেনসিওর বদলে সুযোগ পাওয়া রদ্রিগো। এই ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড বিলবাওয়ের ডি-বক্সে ঢুকে বল পাস দেন মদ্রিচের কাছে। 

আর প্রথম ছোঁয়ায় জোরাল উঁচু শটে ঠিকানা খুঁজে নেন এই ক্রোয়াট মিডফিল্ডার। চলতি মৌসুমে রিয়ালের হয়ে এটাই তার প্রথম গোল। এছাড়া সুপার কাপ ইতিহাসে সবথেকে বয়স্ক গোলদাতার রেকর্ডেও নাম উঠিয়েছেন ৩৬ পার করা এই মিডফিল্ডার। বিরতির পরও একইভাবে শুরু করা রিয়াল ৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। ডি-বক্সের মুখ থেকে বেনজেমার শট ডিফেন্ডার জেরাই আলভারেসের হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে বল জালে পাঠাতে ভুল করেননি ফরাসি স্ট্রাইকার।  ২-০ গোলে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ বিপদের মুখ দেখে ৮৬তম মিনিটে। যখন রাউল গার্সিয়ার গোলমুখে হেড এডার মিলিতাওয়ের হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে দেখান লাল কার্ড।  ফলে ভর্তুকি হিসেবে পেনাল্টি দেওয়ার সঙ্গে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। যদিও রিয়ালকে এ দফায় উদ্ধার করেন গোলরক্ষক থিবো কর্তোয়া। গার্সিয়ার পেনাল্টি ফিরিয়ে দিয়ে ম্যাচে ব্যবধান কমতে দেননি এই বেলজিয়ান তারকা।  ম্যাচের বাকিটা সময় একজন কম নিয়ে খেললেও কোন বিপদ ঘটতে দেয়নি স্প্যানিশ জায়ান্টরা। ফলে দ্বাদশবারের মতো স্প্যানিশ সুপার কাপ শিরোপাটা নিজেদের করে নেয় রিয়াল মাদ্রিদ। আর অলহোয়াইটদের কোচ হিসেবে পঞ্চম টাইটেল আনচেলোত্তির জন্য। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম