ঢাকা ২৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

স্পেনের ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জানুয়ারি, ২০২৬,  2:52 PM

news image

স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিভিই পুলিশি সূত্রের বরাত দিয়ে সোমবার (১৯ জানুয়ারি) জানিয়েছে, ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫২ জন।  স্থানীয় সময় রোববার সন্ধ্যা পৌনে ৮টায় রাজধানী মাদ্রিদ থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দক্ষিণে কর্ডোবা প্রদেশের আদামুজ এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। একটি ট্রেনের লাইনচ্যুত বগির সঙ্গে বিপরীত দিক থেকে আসা অন্য একটি উচ্চগতির ট্রেনের প্রচণ্ড ধাক্কায় এই প্রাণহানির ঘটনা ঘটে। রয়টার্সের এক প্রতিবেদনে স্পেনের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় এই ট্রেন দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানানো হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনার পর মাদ্রিদ এবং দক্ষিণ আন্দালুসিয়া অঞ্চলের মধ্যে চলাচলকারী অন্তত ২০০টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এই রুটের আওতায় থাকা প্রধান শহর কর্ডোবা, সেভিল এবং গ্রানাডার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সোমবার সারাদিন বিচ্ছিন্ন রয়েছে বলে আরটিভিই জানিয়েছে।  স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এই শোকাবহ ঘটনার প্রেক্ষিতে তার সোমবারের যাবতীয় পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করেছেন। দুর্ঘটনাকবলিত ট্রেন দুটিতে প্রায় ৪০০ যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই সপ্তাহান্তের ছুটি কাটিয়ে মাদ্রিদে ফিরছিলেন অথবা মাদ্রিদ থেকে ফিরছিলেন। জানুয়ারিতে দেশটিতে পর্যটনের মৌসুম না হওয়ায় বিদেশি পর্যটকের সংখ্যা কত ছিল তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনাস্থলে ফ্লাডলাইটের তীব্র আলোর নিচে উদ্ধারকারীরা দুমড়েমুচড়ে যাওয়া বগির ভেতর থেকে যাত্রীদের বের করে আনছেন। কিছু যাত্রীকে ভাঙা জানালা দিয়ে বেরিয়ে আসতে দেখা গেছে এবং গুরুতর আহতদের স্ট্রেচারে করে সরিয়ে নেওয়া হচ্ছিল।  স্পেনের পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে মাদ্রিদের অ্যাটোচা স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। এই মুহূর্তে উদ্ধারকাজ ও আহতদের চিকিৎসার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছে কি না তা খতিয়ে দেখছে। পুলিশ এবং রেল কর্তৃপক্ষ যৌথভাবে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। ট্রেনের গতি বা সিগন্যালিং ব্যবস্থায় কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।  স্পেনের ইতিহাসে উচ্চগতির ট্রেনের এই ভয়াবহ সংঘর্ষ জাতীয় শোকের ছায়া নামিয়ে এনেছে এবং রেলপথে যাতায়াতের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম