স্কুলের ব্যানার টাঙ্গানো ঘটনায় মারধর; প্রতিবাদে মানববন্ধন
১৭ নভেম্বর, ২০২৪, 2:58 PM
NL24 News
১৭ নভেম্বর, ২০২৪, 2:58 PM
স্কুলের ব্যানার টাঙ্গানো ঘটনায় মারধর; প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদকঃ কিশালয় বিদ্যাপীঠের ব্যানার টানানোর ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী আশুলিয়ার আমবাগানে জাবি'র ২৯ তম ব্যাচ, পদার্থবিজ্ঞান বিভাগ এর সাবেক শিক্ষার্থী, আমবাগান কিশলয় বিদ্যাপীঠের সম্মানিত পরিচালক, আমবাগান আদর্শ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক জনাব নাজির হোসেন খান লিটন ও তাঁর ছেলে জাওয়াদ আলিফের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশলয় পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার (১৭ নভেম্বর) সকাল ১০ টায় আমবাগানের কিশলয় বিদ্যাপীঠের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় কিশলয় বিদ্যাপীঠের শিক্ষক ও এলাকার বাসিন্দাগণ বলেন, গত ১২ নভেম্বর আমবাগানে স্কুলের ব্যানার টানানোর ঘটনাকে কেন্দ্র করে লিটনের উপর আকর্ষিক হামলা চালায় শহিদুল, শাহীন।হামলার হাত থেকে বাবাকে (লিটন) বাঁচাতে ছেলে আলিফ আসলে তাকেও হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত করে মাটিতে ফেলে দেয়। শুধু তাই ই নয় যারা থামাতে গিয়েছেন তাদেরকেও শরীফ, হৃদয়ের নানী সহ আরো অনেককে মিলে মেরে আহত করেন। আমরা এই হামলার দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এ সময় উপস্থিত ছিলেন কিশলয় বিদ্যাপীঠের সম্মানিত শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী, আমবাগান আদর্শ উন্নয়ন কমিটির সভাপতি লেহাজ উদ্দিন বেপারী, সহ-সভাপতি মাজহারুল হক ভূঁইয়া বাবু, কোষাধ্যক্ষ বদিউজ্জামান রাজু, এলাকাবাসী সহ আরো অনেকে।।