ঢাকা ১১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৭ তিন খাতে বরাদ্দ বন্ধ করে দিল সরকার বন্যাদুর্গত এলাকায় বিদ্যুৎ নেই, বন্ধ মোবাইল নেটওয়ার্ক মাদরাসা বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫ পাসের হারে শীর্ষে রাজশাহী, পিছিয়ে বরিশাল এসএসসিতে এবার প্রকৃত পাসের হার পাওয়া গেছে: এহসানুল কবীর এসএসসির ফল প্রকাশ: ১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ এসএসসি ও সমমানে পাসের হার ৬৮.৪৫ শতাংশ স্ত্রীকে খুন করে ১১ টুকরো করে গ্রিল কেটে পালালেন স্বামী ১৫ বছরের লুটপাট তদন্তে বাংলাদেশ ব্যাংকের তিন সাবেক গভর্নরের নথি তলব

সৌদি আরবে মেসিদের বিপক্ষে অধিনায়ক রোনালদো!

#

স্পোর্টস ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৩,  10:40 AM

news image

আরও একবার মাঠের লড়াইয়ে মুখোমুখি হবেন আধুনিক ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কারণ এটাই এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সম্ভাব্য শেষ লড়াই। আর এই লড়াইয়ে পর্তুগিজ উইঙ্গার মাঠে নামবেন অধিনায়কের আর্মব্যান্ড পরে।  আগামী ১৯ জানুয়ারি সৌদি আরবের শীর্ষ দুই ক্লাব আল-হিলাল ও আল-নাসেরের সম্মিলিত দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে মেসির বর্তমান ক্লাব পিএসজি। এই ম্যাচে সৌদির দুই ক্লাবের প্রতিনিধিত্বকারীদের অধিনায়ক হিসেবে খেলবেন রোনালদো। এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম 'মার্কা'। 

২০২২ বিশ্বকাপের পর প্রায় ২০০ মিলিয়ন ইউরোর চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দেন রোনালদো। কিন্তু এখনও ক্লাবটির জার্সিতে মাঠে নামা হয়নি তার। কারণ বিশ্বকাপের আগে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে প্রিমিয়ার লিগে খেলার সময় প্রতিপক্ষ (এভারটন) দলের এক সমর্থকের মোবাইল ফোন ভেঙে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি।  মহাদেশ বদলে এশিয়ার ক্লাবে নাম লেখালেও রোনালদোকে নিষেধাজ্ঞা কাটিয়েই মাঠে নামতে হচ্ছে। ফলে আল-নাসেরের খেলোয়াড় হিসেবে নিবন্ধিত হয়েও দুই ম্যাচে মাঠের বাইরেও থাকতে হয় তাকে। পিএসজির বিপক্ষে ম্যাচটিও প্রীতি ম্যাচ। ফলে সৌদি লিগে তার অভিষেক এখনও দেরি আছে। অবশ্য এর আগেই সৌদির ফুটবলে তার অভিষেক হচ্ছে। আর তাকে এই ম্যাচে অধিনায়ক নির্বাচিত করে সম্মান প্রদর্শন করা হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম