নিজস্ব প্রতিনিধি
২৭ ডিসেম্বর, ২০২৫, 11:01 AM
সেন্টমার্টিনগামী 'দ্যা আটলান্টিক ক্রুজ' জাহাজে আগুন
কক্সবাজারে সেন্ট মার্টিনগামী পর্যটন জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজে’ অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে সেন্ট মার্টিনের উদ্দেশে যাত্রার প্রস্তুতিকালে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে যাত্রী উঠানোর জন্য জাহাজটি ভিড়ানোর ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। যাত্রী বোর্ডিং শুরুর আগেই আগুনের সূত্রপাত হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে। এ বিষয়ে সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, যাত্রী ওঠানোর আগেই আগুন লাগায় কোনো যাত্রী হতাহত হননি। ওই জাহাজে থাকা প্রায় ১৮০ জন যাত্রীকে নিরাপদে অন্যান্য জাহাজে স্থানান্তর করা হয়েছে।