ঢাকা ২৬ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
এখনো পুড়ছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট দেশের কৃষিজমি দ্রুত হ্রাস পাচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৬৩৩ নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত: রিজভী উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন শেখ হাসিনার প্লট দুর্নীতি মামলার রায়ের তারিখ ঘোষণা ৭০ বছর বয়সে কোরআন হিফজ করলেন সৌদি নারী শাজাহানপুরে এক নারীর ঝুলন্ত ও তার দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ বিসিএস প্রার্থীদের ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফশিল: ইসি সানাউল্লাহ

সেই আফিয়ার পিতৃত্বের স্বীকৃতি পেতে ডিএনএ পরীক্ষার আবেদন

#

নিজস্ব প্রতিনিধি

১৯ নভেম্বর, ২০২৫,  11:16 AM

news image

যশোরের আলোচিত শিশু আফিয়ার পিতৃত্ব নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য আদালতে আবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা এসআই দেবাশীষ হালদার এ আবেদন করেন। এর আগে, সোমবার রাতে আফিয়ার মা মনিরা বেগম কোতোয়ালি থানায় একটি জিডি করেন। তবে ডিএনএ পরীক্ষার আবেদন শুনানির তারিখ এখনও নির্ধারণ হয়নি বলে জানিয়েছে পুলিশ। এসআই দেবাশীষ হালদার জানান, আদালতের অনুমতি মিললে আফিয়া ও তার বাবার ডিএনএ পরীক্ষা করা হবে। যদি বাবা দেশে না থাকেন, তবে দাদা বা চাচার ডিএনএ মিলিয়েও পিতৃত্ব নির্ণয় করা সম্ভব। পাঁচ বছর আগে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরার বিয়ে হয় ফতেপুর ইউনিয়নের চাঁনপাড়া গ্রামের মোজাফফর মোল্লার সঙ্গে। দুই বছর পর জন্ম নেয় আফিয়া। জন্মের পর গায়ের রঙ ভিন্ন হওয়ায় মোজাফফর পিতৃত্ব অস্বীকার করেন এবং পরে মনিরাকে তালাক দিয়ে বিদেশে চলে যান। এরপর স্বামী বা শ্বশুরবাড়ির কেউই কোনো সহায়তা না করায় বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা মনিরার পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। তারেক রহমানের নির্দেশে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত আফিয়ার জন্য একটি ঘর নির্মাণ ও তার লেখাপড়ার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দেন। সংবাদটি পুলিশ সুপারের নজরে এলে তিনিও প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দেন। সেই ধারাবাহিকতায় ডিএনএ পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার (১৯ নভেম্বর) মনিরা তার মেয়েকে নিয়ে যশোর লিগ্যাল এইড অফিসে যাওয়ার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম