ঢাকা ১২ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪১১ আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী আয়েশা ৩ দিনের রিমান্ডে তফসিল ঘোষণা ঘিরে কড়া নিরাপত্তায় নির্বাচন ভবন বেগম রোকেয়াকে ‘মুরতাদ কাফির’ আখ্যা, নিন্দা বিএনপির শিশু সাজিদের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল ঢাবিতে পিনাকী-ইলিয়াসের কুশপুত্তলিকা দাহ ক্ষমা পেয়ে কাজে যোগ দিলেন চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ

সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

#

১১ ডিসেম্বর, ২০২৫,  4:27 PM

news image

বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ‘বর্তমান প্রেক্ষাপটে সুফিবাদীদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক বুধবার ১০ ডিসেম্বর বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমদ হলে সম্পন্ন হয়েছে। ঐক্য ফোরামের চেয়ারম্যান সাংবাদিক নুর মোহাম্মদ রানার সভাপতিত্বে ও মহাসচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইনের সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি ছিলেন ঐতিহ্যবাহী মাইজভান্ডার দরবার শরিফের গাউছিয়া আহমাদিয়া মঞ্জিলের নায়েবে সাজ্জাদানশিন শাহসুফি সৈয়্যদ সাজ্জাদ হোসেন সোহেল আল মাইজভান্ডারী (মা:জি:আ:)। মুখ্য আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঐক্য ফোরামের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং জাতীয় নাগরিক অধিকার ও নির্বাচন বিশ্লেষক আবুল বরকত আকাশ। 

আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন,সুফিবাদই ইসলামের নির্যাস।  ইসলামের শান্তিবাদী উদারনৈতিক দর্শনে সুফিবাদীদের পক্ষে যুগে যুগে দেশে দেশে প্রচার প্রসারে এগিয়ে আসছেন আউলিয়ায়ে কেরামগন। সুফিবাদী দর্শন মানে দরবেশ ওলী বুজুর্গগণ উগ্রতা নয় বরং মানবিক দৃষ্টিকোণ থেকে ইসলামের প্রতিনিধিত্ব করে আসছেন এবং এখনও করে যাচ্ছেন। সর্বাবস্থায় শান্তি সম্প্রীতি বজায় রাখাই সুফিবাদীদের দর্শন ও শিক্ষা। তাই অশান্ত সংঘাত পীড়িত বিশ্বে শান্তি ও জনস্বস্তি ফিরিয়ে আনতে সুফিবাদী মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে। বক্তারা সুফিবাদীদের আস্তানা মাজার খানকায় হামলাকারীদের অবিলম্বে বিচার দাবি করেন,সন্ত্রাস সৃষ্টি করে নিরীহ মানুষ খুন থামানোর এবং সব মতাদর্শের মানুষ যাতে নির্বিঘে আচার উৎসব পালন করতে পারে তার নিশ্চয়তা দিতে সরকারের প্রতি উদাত্ত আহবান জানান। দেশের বর্তমান বৈরী পরিস্থিতিতে সুন্নি সুফিবাদী তরিকত পন্থীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হবার তাগিদ দেন।

প্রধান অতিথি শাহসুফি সৈয়্যদ সাজ্জাদ হোসেন সোহেল আল মাইজভান্ডারী বলেন,সুফিবাদী সুন্নি তরিকতপন্থিরা ইসলামের শান্তির দর্শনে বিশ্বাসী। আমরা গায়ে পড়ে কারো সঙ্গে ঝগড়া করি না। অথচ আমরা সুফিবাদীরা আজ আক্রান্ত হচ্ছি উগ্রবাদীদের দ্বারা। এই মুহূর্তে আমাদের মজবুত ঐক্য প্রয়োজন। আল্লামা সৈয়দ অছিয়র রহমান বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআতই ইসলামের মূলধারা ও প্রকৃত নাজাতের পথ। সুন্নি মতাদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এগিয়ে যেতে হবে।সভাপতির বক্তব্যে নুর মোহাম্মদ রানা বলেন,বর্তমান প্রেক্ষাপটে সুন্নি সুফিবাদীদের সুদৃঢ় ঐক্য প্রয়োজন। আমরা ঐক্যবদ্ধ না হলে আগামী দিনেও সমূহ বিপর্যয় নেমে আসতে পারে। 

গোলটেবিল বৈঠকে চট্টগ্রামের প্রসিদ্ধ দরবার শরিফের আওলাদ,বিভিন্ন দরবারের সাজ্জাদানশীন,পীর মশায়েখ, ওলামায়ে কেরাম,শিক্ষাবিদ,গবেষক ও সাংবাদিকসহ পদস্থ ব্যক্তিবর্গের মধ্যে আলোচনায় অংশ নেন গাউছিয়া খলিল মঞ্জিল ও আরজিয়ার সাজ্জাদানশিন শেখ ফায়সাল করিম মাইজভান্ডারী,আল্লামা হাফেজ শাহ আলম নঈমী,শাহজাদা সৈয়দ নাফিজুর রহমান আলহাসানী মাইজভা-রী,অ্যাডভোকেট আবু নাছের তালুকদার,অধ্যক্ষ আবু তালেব বেলাল, ড.আল্লামা আনোয়ার হোসাইন,শাহজাদা মুহাম্মদ আমির উদ্দিন আমিরী,শাহজাদ রেজাউল করিম সুমন ইয়াকুবী, আলহাজ্ব মুহাম্মদ আবদুর রহিম,অধ্যক্ষ আল্লামা আতাউল মোস্তফা রেজভী,ডা.মওলানা ইয়াকুব মাইজভারী,ফুলকলির জিএম এম এ ছবুর,শাহাজাদা মাওলানা আবদুল কাদের চাঁদমিয়া,শাহজাদা মাওলানা সৈয়দ শাহজাহান মাইজভারী,মাওলানা মুহাম্মদ জাহাঙ্গির আলম,মুহাম্মদ ইলিয়াস সোহেল,সুন্নি সাইবার ফোর্স এর পরিচালক রিদুয়ান হৃদয়,সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন,সৈয়দ মুহাম্মদ আজগর,মুহাম্মদ রিদুয়ান হৃদয়,মুহাম্মদ নিজাম উদ্দিন,মুহাম্মদ নাজমুল হুদা সাকিব,আনিস মুহাম্মদ বিবলু প্রমুখ। পরিশেষে মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম