ঢাকা ০২ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
পঞ্চদশ সংশোধনী মামলায় আপিলে পক্ষভুক্ত হলেন মির্জা ফখরুল নির্বাচন নিয়ে ইসির চলমান প্রস্তুতি সন্তোষজনক: ইইউ রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টা ও সরকারের ওপর সন্তুষ্ট ৭০ শতাংশ মানুষ: আইআরআই জরিপ চবি ক্যাম্পাসে মদ তৈরির গোপন কারখানা, আটক ২ চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান না দেয়ার অনুরোধ: ডা. জাহিদ আকাশে ইতিহাস গড়লো তুরস্কের মানববিহীন যুদ্ধবিমান সকালের নতুন অভ্যাস বদলাতে পারে পুরো দিন আন্দোলনরত শিক্ষকদের জন্য শিক্ষা উপদেষ্টার কঠোর বার্তা মুনাফার পরও জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি

সুদানে সংঘাতের জেরে একদিনে পালালো ১৬০০ নাগরিক

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ ডিসেম্বর, ২০২৫,  11:22 AM

news image

আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) অত্যাচার ও প্রতিনিয়ত নিরাপত্তা সংকটের মুখে সুদানের দক্ষিণ কোরদোফান প্রদেশের কেরতালা শহর থেকে একদিনেই ১ হাজার ৬০০ এর বেশি বেসামরিক নাগরিক পালিয়ে গেছে। স্থানীয় সময় রবিবার (৩০ নভেম্বর) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়,  আরএসএফের সহিংসতার কারণে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ২৮ নভেম্বর ১ হাজার ৬২৫ জন মানুষ কেরতালা ছাড়তে বাধ্য হয়। বাস্তুচ্যুত এই মানুষেরা দালমি এলাকার বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ওই অঞ্চলের পরিস্থিতি এখনও অস্থিতিশীল ও উত্তেজনাপূর্ণ। এর আগে রবিবার কয়েকজন প্রত্যক্ষদর্শী আনাদোলু সংবাদ সংস্থাকে জানান, সুদানের সেনাবাহিনী দক্ষিণ কোরদোফানের আব্বাসিয়া তাগালির পশ্চিমে আরএসএফ এবং তাদের সহযোগী গোষ্ঠী এসপিএলএম-নর্থের সঙ্গে সংঘর্ষের পর বেশ কয়েকটি এলাকা দখল করে নিয়েছে। এর আগে শুক্র ও শনিবার সেনাবাহিনী একই প্রদেশে আরএসএফের একটি হামলা প্রতিহত করে। সবশেষ দক্ষিণ কোরদোফানের বেশ কয়েকটি গ্রামে আরএসএফ ও তাদের সহযোগী এসপিএলএম-নর্থ গোষ্ঠী হামলা চালানোর পর বাস্তুচ্যুতির ঘটা শুরু হয়েছে। হামলাকালে তরুণদের জোরপূর্বক বাহিনীতে ভর্তি করার জন্য অপহরণের ঘটনাও ঘটছে। অধিকার গোষ্ঠীগুলির মতে, উত্তর, পশ্চিম এবং দক্ষিণ এই তিনটি কর্দোফান রাজ্যে সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে কয়েক সপ্তাহ ধরে তীব্র লড়াই চলছে, যার ফলে কয়েক হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুদানের ১৮টি রাজ্যের মধ্যে, আরএসএফ পশ্চিমে দারফুর অঞ্চলের পাঁচটি রাজ্যই নিয়ন্ত্রণ করে, উত্তর দারফুরের কিছু উত্তর অংশ বাদে যা এখনও সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনী পালাক্রমে রাজধানী খার্তুমসহ দক্ষিণ, উত্তর, পূর্ব এবং কেন্দ্রের বাকি ১৩টি রাজ্যের বেশিরভাগ এলাকা দখল করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিল মাসে সুদানের সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ৪০ হাজার মানুষ নিহত এবং ১২ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম