
নিজস্ব প্রতিনিধি
০৪ মার্চ, ২০২৩, 9:10 PM
সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত ৫
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন প্রায় ৪৫ জন। শনিবার (৪ মার্চ) রাতে স্থানীয় প্রশাসন এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ছোট কুমিরা নামক এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস। নিহত ব্যক্তিরা হলেন, ফরিদুল ইসলাম, শামসুল আলম ও শামসুল আলম। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি। আহতরা হলেন, ফেনসি, মো. জসিম উদ্দিন, মো. নূর হোসেন , মো. আরাফাত, নারায়ণ, মো. ফোরকান, শাহরিয়ার, জাহিদা হাসান ও মোতালেব। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আগুন লাগার সংবাদে ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টা খানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণে এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া প্রায় ৪৫ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতদের অনেকের হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদৎ হোসেন জানান, এখন পর্যন্ত আমরা পাচঁজন নিহতের সংবাদ পেয়েছি। তাদের মধ্যে দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আছে। বাকিদের মরদেহ হাসপাতালে পাঠানো হচ্ছে।