ঢাকা ১২ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
ধরে নিয়ে যাওয়া ৭৮ নাবিকের ছবি প্রকাশ করল ভারতীয় কোস্টগার্ড জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা অপ্রাপ্ত বয়সে চুলে পাক ধরলে করণীয় অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৫৭৯ কর্মকর্তা নির্বাচনি আসন পুনর্বিন্যাস করতে হবে: জামায়াত আমির প্রবাসীদের সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১৩ নির্দেশনা এখন সাইবার জগতেও যুদ্ধ করতে হবে: মির্জা ফখরুল সিরিজ হারের জন্য ব্যাটারদের কাঠগড়ায় তুললেন মিরাজ ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩

সিনেমা থেকে বাদ ঋতুপর্ণা, সামনে এলো নেপথ্যের কারণ

#

বিনোদন ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০২৪,  2:22 PM

news image

পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ওপার বাংলার পাশাপাশি এপার বাংলাতেও  জনপ্রিয় তিনি। বাংলাদেশের অনেক সিনেমাতে অভিনয় করেছেন তিনি। গত জুলাই মাসে ঋতুপর্ণাকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেন নির্মাতা রাশিদ পলাশ। সিনেমাটির নাম ‘তরী’। তবে এবার নির্মাতা জানালেন সিনেমাটি থেকে বাদ দেয়া হয়েছে ঋতুপর্ণাকে।  সিনেমাটির প্রথম লটের শুটিং করা হয়েছে। দ্বিতীয় লটের আগেই এলো নতুন সিদ্ধান্ত। সিনেমাতে থাকছেন না ঋতুপর্ণা। তার পরিবর্তে দেখা যাবে কলকাতার আরেক জনপ্রিয় তারকা শ্রীলেখা মিত্র।  বিষয়টি  নিশ্চিত করেছেন নির্মাতা রাশিদ পলাশ। তিনি বললেন,জুলাই-আগস্টের পর দেশে নানা ধরনের পটপরিবর্তন হচ্ছে। আমি চাইনি তরীতে এর কোনো প্রভাব পড়ুক। এ কারণেই ঋতুপর্ণার পরিবর্তে শ্রীলেখাকে যুক্ত করা। শ্রীলেখা মিত্রের বিষয়টি চূড়ান্ত করতে সম্প্রতি কলকাতায় গিয়েছিলাম। শনিবার (৭ ডিসেম্বর) ফিরেছি। শ্রীলেখাকে পেয়ে আমরা আনন্দিত। জানা গেছে, তরী থেকে ঋতুপর্ণার বাদ পড়ার নেপথ্যে রয়েছেন নায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস। তার সঙ্গে ঋতুপর্ণার ঘনিষ্ঠতা রয়েছ। নির্মাতা চাননি, ফেরদৌসের সূত্র ধরে সিনেমার শুটিং ও মুক্তিতে কোনো প্রতিবন্ধকতা তৈরি হোক। অন্যদিকে, বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনের স্বপক্ষে সরব ছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাই নতুন করে তাঁকে যুক্ত করা হয়েছে সিনেমায়। রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ও ভারত সম্পর্ক নিয়ে চলছে উত্তেজনা। এর প্রভাব পড়েছে বিনোদন অঙ্গনেও। ভিসা জটিলতাও হচ্ছে।এই প্রসঙ্গে রাশিদ পলাশ জানান, আগে থেকেই ভিসা নেয়া আছে শ্রীলেখার। তাই শুটিংয়ে আসতে সমস্যা হবে না তার। প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় সম্পন্ন হয়েছে তরী সিনেমার প্রথম লটের শুটিং। আগামী বছরের শুরুর দিকে নতুন লটের শুটিংয়ের পরিকল্পনা করা হচ্ছে বলে জানান নির্মাতা। তরীর গল্প লিখেছেন আহাদুর রহমান। চিত্রনাট্য করেছেন গোলাম রাব্বানী। সিনেমাটি প্রযোজনা করছে পুণ্য ফিল্মস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম