ঢাকা ১১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৭ তিন খাতে বরাদ্দ বন্ধ করে দিল সরকার বন্যাদুর্গত এলাকায় বিদ্যুৎ নেই, বন্ধ মোবাইল নেটওয়ার্ক মাদরাসা বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫ পাসের হারে শীর্ষে রাজশাহী, পিছিয়ে বরিশাল এসএসসিতে এবার প্রকৃত পাসের হার পাওয়া গেছে: এহসানুল কবীর এসএসসির ফল প্রকাশ: ১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ এসএসসি ও সমমানে পাসের হার ৬৮.৪৫ শতাংশ স্ত্রীকে খুন করে ১১ টুকরো করে গ্রিল কেটে পালালেন স্বামী ১৫ বছরের লুটপাট তদন্তে বাংলাদেশ ব্যাংকের তিন সাবেক গভর্নরের নথি তলব

সাহসী দৃশ্যে অভিনয় করে নজর কাড়লেন তানিয়া বৃষ্টি

#

বিনোদন প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০২৪,  2:34 PM

news image

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত জীবন নিয়েও নানা সমালোচনা-গুঞ্জন শোনা যায়। এবার সাহসী দৃশ্যে অভিনয় করে সবার নজর কাড়লেন বৃষ্টি। ‘চোখটা আমাকে দাও’ নামে একটি নাটকে পতিতা চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়েছেন এই অভিনেত্রী। নাটকটি মুক্তির পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন বৃষ্টি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। এতে ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধেছেন বৃষ্টি। এমন চরিত্র করতে পেরে উচ্ছ্বসিত বৃষ্টি। গণমাধ্যমে অভিনেত্রী বলেন, এটি আমার প্রিয় একটি নাটক। চরিত্রটিতে অভিনয়ের জন্য যথেষ্ট প্রস্তুতি ছিল। সাগর ভাই আমার অত্যন্ত প্রিয় পরিচালক। তার নির্দেশনায় এর আগেও বেশ কিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি তার প্রতি। তিনি আরও বলেন, অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহশিল্পী জোভানের প্রতিও। ধন্যবাদ পুরো ইউনিটকে। এ নাটকের জন্য দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রশংসা পাচ্ছি। আগামীতে আরও ভালো ভালো গল্পের প্রতি আমার মনোযোগ থাকবে। প্রসঙ্গত, ‘চোখটা আমাকে দাও’ নাটকে জোভান-বৃষ্টি ছাড়া আরও অভিনয় করেছেন আকবাল হোসাইন, মাসুদ হারুন, ইশরাক পায়েলসহ অনেক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম