সারে ভর্তুকি নিয়ে সরকার উভয় সংকটে : কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
১৪ ফেব্রুয়ারি, ২০২২, 2:39 PM
নিজস্ব প্রতিবেদক
১৪ ফেব্রুয়ারি, ২০২২, 2:39 PM
সারে ভর্তুকি নিয়ে সরকার উভয় সংকটে : কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষকের জন্য সার সরবরাহ নিশ্চিত করতে এবার ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে সরকারকে। চলতি অর্থ বছরের বাজেটে সারের জন্য ভর্তুকি নয় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। কৃষিমন্ত্রী বলেন, ‘আমাদের অতিরিক্ত আরও ১৯ হাজার কোটি টাকা প্রয়োজন। সারে অতিরিক্ত ভর্তুকি নিয়ে সরকার উভয় সংকটে রয়েছে।’ সচিবালয়ে আজ সোমবার কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সারে মজুদ, দাম, ভর্তুকিসহ সার্বিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। কৃষিমন্ত্রী বলেন,
‘আন্তর্জাতিক বাজারে সারের দাম বিগত বছরের চেয়ে প্রায় তিনগুণ বেড়েছে। তার পরেও ভর্তুকি দিয়ে সরকার কৃষকদের জন্য সুলভ মূল্যে সার সরবরাহ করে আসছে। এ বছর ১৯ হাজার কোটি টাকা ভর্তুকির বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আমরা সারের দাম বাড়াতে চাই না। সারের দাম বাড়লে কৃষকের কষ্ট বাড়বে৷ উৎপাদন খরচ বাড়বে, খাদ্য উৎপাদন ব্যাহত হবে এবং খাদ্যপণ্যের দাম আরও বেড়ে যেতে পারে।’ কৃষিমন্ত্রী আরও বলেন, সারের দাম বেড়ে যাওয়ায় এখন ভর্তুকি দাঁড়িয়েছে প্রতি কেজি ইউরিয়া ৮২ টাকা, টিএসপি ৫০ টাকা, এমওপি সার ৪১ টাকা এবং ডিএপিতে ৭৯ টাকা। আন্তর্জাতিক বাজারে সারের দাম বাড়ার কারণ উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, কোভিড পরিস্থিতির প্রভাবে বিশ্বব্যাপী সারের মূল্য গতবারের তুলনায় তিনগুণ বেড়েছে। তা ছাড়া জ্বালানি তেলের দাম বাড়ায় জাহাজ ভাড়াও প্রায় দুই গুণ বেড়েছে।