ঢাকা ০৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি আসাদ মুরাদ তালুকদার সাংবাদিক এস কে কামরুল হাসানের নামে মামলা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ডিজিএফআইয়ের সাবেক ডিজির ৪০ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’ টাঙ্গাইলের বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩ নবীজীর প্রেমে নিবেদিত নতুন নাশিদ ‘ওয়া রাফানা লাকা জিকরাক’ প্রকাশিত চালের দাম নিয়ে যা বললেন খাদ্য উপদেষ্টা জাতীয় নির্বাচন পেছানো নয়, সুষ্ঠু পরিবেশ চায় জামায়াত: গোলাম পরওয়ার চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান গণহত্যার মামলা: হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই

সাবেক প্রতিমন্ত্রী আফছার উদ্দিন আহমদ খানের জানাযার নামাজ সম্পূর্ণ

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

১৮ নভেম্বর, ২০২১,  12:28 PM

news image

বাংলাদশর প্রথম প্রধানমন্ত্রী শহীদ বঙ্গতাজ তাজউদ্দিন আহমদেরর ছোট ভাই অ্যাড আফছার উদ্দিন আহমেদ খান (৮১) ইন্তেকাল করেছেন (ইনা লিল্লাহি-রাজিউন)। বুধবার (১৭ নভেম্বর) ভোর রাত ৪টা ২০ মিনিটে ঢাকার লক্ষীবাজার নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে আত্বীয় স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে আমরিকা প্রবাসী এবং ছোট ছেলে ও তাঁর স্ত্রী চিকিৎসা পেশায় নিয়োজিত আছে । অ্যাড আফছার উদ্দিন আহমেদ খান তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  হয়ে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৯৬ সালের ২৩ জুন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী দায়িত্ব পান। ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতির দায়িত্ব ছিলেন। তার পিতার মোওভী মোহাম্মদ ইয়াসিন খান ও মাতা মেহারুন নেছা খানম। মরহুমর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তাঁর ভাতিজী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি , সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তাঁর ভাতিজা তানজিম আহমেদ সোহেল তাজ, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও উপদেষ্টা মন্ডলীর সদস্য মোতাহার হোসেন মোল্লা, উপদেষ্টা মন্ডলী সদস্য, মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও তাঁর ভাগিনা আলম আহমেদ, কাপাসিয়া উপজেলা বিএনপি'র আহবায়ক শাহ রিয়াজুল হান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভকেট শামসুল আলম প্রধান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান,রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হাকিম মোল্লা হিরন,সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও বিএনপি ,প্রাথমিক শিক্ষক সমিতি কাপাসিয়া উপজেলা শাখা, বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কাপাসিয়া উপজেলা শাখা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ । জেলা আওয়ামী লীগের , আইনজীবী সমিতি, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ সহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।  সকাল ৯টায় ঢাকার লক্ষীপুর বাজার এলাকায় তাঁর বাসভবনের পাশে জামে মসজিদে প্রথম ও ঢাকা আইনজীবী সমিতি কার্যালয়ে সকাল সাড়ে ১০ টায় দ্বিতীয় জানায অনুষ্ঠিত হয়েছে।  বিকাল সাড়ে ৪ টায় কাপাসিয়া উপজলার দরদরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠ তৃতীয় দফা জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম