ঢাকা ১৩ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার কথিত সাংবাদিক নিজাম উদ্দিন হারুনের বিরুদ্ধে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে : তারেক রহমান হাদিকে নেওয়া হলো এভারকেয়ারে বাড্ডায় চলন্ত বাসে আগুন গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪১১ আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী আয়েশা ৩ দিনের রিমান্ডে

সাতক্ষীরার উন্নয়নে ধানের শীষের কোন বিকল্প নেই : আব্দুর রউফ

#

১১ ডিসেম্বর, ২০২৫,  11:24 AM

news image

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরার উন্নয়নে ধানের শীষের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা সদর-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। তিনি বলেন, এমপি নির্বাচিত হলে ভোমরা স্থলবন্দর হবে দেশের অন্যতম আধুনিক স্থলবন্দর। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা সদর-২ আসনের ভোমরা স্থলবন্দরে বিএনপির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি ভোমরা স্থলবন্দরসহ সাতক্ষীরার সামগ্রীক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আসন্ন নির্বাচনে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান।’ ভোমরা ইউনিয়ন বিএনপি আয়োজিত বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও বিএনপির নির্বাচনী সমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশেষ হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক মো. হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, ব্যবসায়ী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুস সবুর ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু নাছের মো. আবু সাঈদ প্রমুখ। ভোমরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ও সাবেক অর্থ সম্পাদক ডাক্তার জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা আইনজীবী ফোরামের অ্যাডভোকেট আকবর আলী, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সদর থানা যুব দলের আহবায়ক নজরুল ইসলাম, ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের পৌত্র সামির শোয়েব ও আব্দুল্লাহ সিয়াম, জেলা মহিলা দলের সালেহা হক কেয়া, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, জেলা ওলামা দলের সভাপতি আনিছুর রহমান, ভোমরা সিএন্ডএফ এজেন্টস কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন, জেলা তাঁতী দলের সভাপতি সাহেব আলী, ভোমরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ। এসময় জেলা, উপজেলা, পৌর, ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দল, তাঁতী দল, শ্রমিকদল ও ইউনিয়ন বিএনপিসহ সকল অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পচিালনা করেন জেলা বিএনপির সাবেক সমন্বয়ক মো. হাবিবুর রহমান হাবিব। এরআগে দুপুরের পর থেকে ভোমরা ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে বিএনপিসহ সকল অংগসহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা মিছিল আকারে সমাবেশস্থলে যোগ দেয়। বিএনপির কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে সমাবেশস্থল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম