সাউন্ড বক্সসেটে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
২৯ নভেম্বর, ২০২২, 10:51 AM

নিজস্ব প্রতিনিধি
২৯ নভেম্বর, ২০২২, 10:51 AM

সাউন্ড বক্সসেটে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু
গান শোনার জন্য সাউন্ড বক্সসেটে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ফিরোজ শেখ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা নাসিরাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ শেখ হাবলী গঙ্গাধরদী গ্রামের চাঁন মিয়ার ছেলে ছেলে। স্থানীয়রা জানায়, সোমবার বিকালে ফিরোজ তার বাবাকে নিয়ে নিজেদের জমিতে পরিষ্কার করতে যান। সন্ধ্যায় ফিরোজ জমি পরিষ্কার করে বাড়ি এসে গান শোনার জন্য বক্সসেটে বিদ্যুতের সংযোগ দিতে গেলে তিনি বিদ্যুতায়িত হন। হাসপাতালে নেওয়ার আগেই পথিমধ্যে ফিরোজ মিয়ার মৃত্যু হয়। এই বিষয়ে ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম জানান, কারো কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।