ঢাকা ৩১ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

সহিংস অপরাধ উল্লেখযোগ্য হারে বাড়েনি, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে: প্রেস উইং

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই, ২০২৫,  3:41 PM

news image

দেশে সহিংস অপরাধ উল্লেখযোগ্য হারে বাড়েনি, বরং এখন পর্যন্ত যা কিছু ঘটেছে তা বিচ্ছিন্নভাবে ঘটেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার (১৪ জুলাই) পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যান তুলে ধরে এ দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, চলতি বছর দেশে ব্যাপক হারে অপরাধ বেড়ে গেছে, যা জনমনে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। তবে, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত পুলিশের সদর দপ্তরের দেওয়া আনুষ্ঠানিক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, এই দাবি পুরোপুরি সত্য নয়। বরং গত ১০ মাসে বেশ কয়েকটি বড় অপরাধের ক্ষেত্রে স্থিতিশীলতা লক্ষ্য করা গেছে। তিনি আরও বলেন, এসব তথ্য কোনো অপরাধ প্রবাহ বা মারাত্মক পরিস্থিতির ইঙ্গিত দেয় না। বরং অনেক গুরুতর অপরাধের হার কমে গেছে বা আগের অবস্থায় স্থিতিশীল রয়েছে। মাত্র কয়েকটি অপরাধের হার কিছুটা বেড়েছে। তাই নাগরিকদের সচেতন থাকা প্রয়োজন হলেও, পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে পরিসংখ্যানে দেখা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম