ঢাকা ১৪ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়কে অবরোধ শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউলের বিচার শুরু এক দিন আগে নয়, পরেও নয়— ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা ‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির নবীন সৈনিকদের জাগ্রত থাকতে হবে’: স্বরাষ্ট্র উপদেষ্টা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স, বিধিমালা জারি সহপাঠী হত্যার বিচার চেয়ে আবারও রাস্তায় তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফের কাল থেকে বাড়তে পারে শৈত্যপ্রবাহ চলন্ত ট্রেনের বগির ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে

সহপাঠী হত্যার বিচার চেয়ে আবারও রাস্তায় তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৬,  12:45 PM

news image

রাজধানীর ফার্মগেট এলাকায় তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা তাদের সহপাঠী সাকিবুল হাসান রানার হত্যার বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আবারও সড়ক অবরোধ করেছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শুরু হওয়া এই অবরোধের কারণে ফার্মগেট এলাকা যানজটে মুখরিত হয়ে পড়ে। বিশেষত এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ফার্মগেট এবং ফার্মগেট থেকে খামারবাড়ির সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে, যা সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগের সৃষ্টি করেছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, সাকিবুল হাসানের হত্যাকাণ্ডের এক মাস পার হলেও বিচার প্রক্রিয়ায় কোন দৃশ্যমান অগ্রগতি নেই। তারা দ্রুত খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলন চলাকালে তারা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না’ মতো স্লোগান দিয়ে তাদের দাবি জানান। এর আগে ৪ জানুয়ারি একই দাবিতে ফার্মগেট মোড় অবরোধ করেছিলেন তারা। পুলিশ ও প্রশাসনের সঙ্গে আলোচনার পর ওইদিন শিক্ষার্থীদের প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার সঙ্গে দেখা করেন। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ছিলেন আব্দুর রহমান রাফি, সাইফুর রহমান, ফাজল আহমেদ, আবু বকর সিদ্দিক শরীফ ইসলাম, মিলিহা বিনতে নাফিজ ও আরিফুল আলম। প্রতিনিধিরা জানান, প্রশাসনের পক্ষ থেকে সন্তোষজনক আশ্বাস না পেলে কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা। উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ছাত্র সাকিবুল হাসান রানা, যাকে আইসিইউতে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর দুপুরে তার মৃত্যু হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফার্মগেট এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সড়ক অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছে, তবে আন্দোলনকারীরা তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্তে অনড় রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম