ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

সম্পদ জব্দ করে রাখার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে আফগানরা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ জানুয়ারি, ২০২২,  2:36 PM

news image

যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সম্পদ জব্দ করে রাখার প্রতিবাদে দেশটির রাজধানী কাবুলের রাজপথে হাজার হাজার আফগান নাগরিক ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে। এ সময় তারা আফগানদের সম্পদ ছেড়ে দেয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়। খবর সিনহুয়ার। গত আগস্টে তালেবান গ্রুপ আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে থাকা আফগানিস্তনের নয় বিলিয়ন ডলারের বেশি মূল্যের সম্পদ জব্দ এবং বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিভিন্ন সহায়তা বন্ধ করায় আফগান অর্থনীতি কঠিন ভোগান্তির মুখে পড়ে।

বিক্ষোভকারীরা ‘আমাদের জব্দ করা অর্থ হস্তান্তর করতে হবে!’ এবং ‘আমাদেরকে আমাদের অর্থ দিয়ে দাও!’ এমন লেখা সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে। বন্ধ করে দেয়া মার্কিন দূতাবাসের কাছের এক কূটনৈতিক এলাকায় বিক্ষোভকারী জেকরুল্লাহ বলেন, “আফগান জনগণ ও আমার বিশেষ দাবি হচ্ছে আমাদের জব্দ রাখার অর্থের ছাড় পাওয়া। এটি আমাদের অধিকার। আমাদের অধিকার দিতে হবে। অন্যথায় আমরা আমাদের কণ্ঠ শোনাতে আমাদের বিক্ষোভ অব্যাহত রাখবো।” তিনি আরো জানান, বিক্ষোভকারীরা দেশের বিভিন্ন প্রদেশ থেকে এসেছে। বিক্ষোভকারীরা জানান, আফগান সম্পদের ওপর নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন বিরোধী কাজ এবং আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন। এর দু’দিন আগে আফগান নারীদের একটি গ্রুপ আফগান রাজধানীতে একই দাবিতে বিক্ষোভ করে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম