ঢাকা ২৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
রোহিঙ্গা ক্যাম্পে ৫ ঘণ্টার ব্যবধানে দুটি ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে হাসপাতাল তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা মারা গেলেন মারাঠি অভিনেতা রঞ্জিত তারেক রহমানের স্বদেশে ফেরা নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম বড়দিনের ছুটিতে লোকে লোকারণ্য কক্সবাজার তারেক রহমান দেশে ফেরায় রাজনৈতিক শূন্যতা পূরণ হবে : প্রেস সচিব এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান রিজার্ভ বেড়ে ৩২.৭৯ বিলিয়ন ডলার দেশে এসেছে জেবুও

সপ্তম দফা অবরোধের শেষ দিন আজ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২৩,  10:50 AM

news image

বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলোর সপ্তম দফায় ডাকা দুদিনের অবরোধ কর্মসূচির শেষ দিন আজ সোমবার (২৭ নভেম্বর)। অবরোধের প্রথম দিন গতকাল রোববারও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে, কে বা কারা গড়িতে আগুন দিয়েছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি, বিএনপির মহাসমাবেশে হামলা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গত ২৯ অক্টোবর প্রধমবারের মতো তিন দিনের অবরোধের ডাক দেয় বিএনপি। দলটির এই কর্মসূচিতে সমর্থন দেয় সমমনা কয়েকটি বিরোধী দল। এই কর্মসূচি শেষে গত ২ নভেম্বর ফের দুদিনের অবরোধ কর্মসূচির ডাক দেয় বিএনপি। পরে আরও কয়েক দফায় অবরোধ ও হরতালের ঘোষণা দেয় বিরোধী দলগুলো। এদিকে, বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে। এ ছাড়া দেশের ময়মনসিংহ, জামালপুর, বরিশাল, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেছে বলে জানিয়েছে এনটিভির প্রতিনিধিরা। গতকাল রাতে যাত্রাবাড়ীতে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। অন্যদিকে, অবরোধের সমর্থনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকালই ঢাকা ও পার্শ্ববর্তী জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৩০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি র‌্যাবের ৪৩০ টহল দল মোতায়েন করা হয়। সপ্তম দফার অবরোধের শেষ দিনে আজ রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম